সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নদীর মত শরীর

শিরোনাম   নদীর মত শরীর   নদীর মত শরীর আজিম আকাশ নদীর মত শরীর যেন শীমুল তুলোর পরশ; গভীর রাতের পিয়াস শেষে মন হয়ে যায় সরস। গোলাপ ফুলের সুবাস যেন মাতাল বাহুর ভাঁজে; প্রেম সাগরে ডুব দিয়ে মন স্বর্গীয় সুখ খোঁজে। কে বলেছে এই ধরাতে সুখ নেই-তো মনে; নারীর ছোঁয়ায় পুরুষ কায়া সুখ পায় শুভ-ক্ষণে। নারীর প্রেমে সিক্ত হয়ে পুরুষরা হয় দিওয়ানা; দেহের ক্ষুধা মিটাতে পুরুষ দেয় নারীর কায়ায় হানা। রেশম-কোমল দেহের ভাঁজে গৌন গোপন লজ্জা; সুখের তরে সংগোপণে শরীরটা হয় শয্যা। চাঁদনি রাতের চাঁদের মত জড়িয়ে থাকে মায়া; হাড় কাঁপানো শীতেও যেন আগুন ঝরা কায়া। (টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ)   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

দেবতারা অমানুষ

দেবতারা অমানুষ শিরোনাম   দেবতারা অমানুষ মোকসেদুল ইসলাম ধোঁয়াচ্ছন্ন রাত্রির অন্ধকারভেদ করে বেরিয়ে আসা দেবতার শিশ্ন কাপালিকতন্ত্রের ফাঁদে পড়ে ব্যস্ত হয়ে খুঁজতে থাকে পেলব যৌবন। মুক্তির লোভ দেখিয়ে আগুনের মতো সুন্দরী মেয়ের শরীরের ভাঁজে ভাঁজে খোঁজে অশরীরী সুখ । ঘুঙুরের শব্দ শুনবে বলে নরকাগ্নির মাঝে অতৃপ্ত আত্মার সাথে আদিম উল্লাসে ওঠে মেতে। দেবতার ভয় নেই, সে জানে নরকের অগ্নি তার কিছুই করতে পারবে না। আজকাল দেবতারাও নাকি অমানুষ হয় জৈবিক ক্ষুধার তাড়নায় কল্যাণের আলোয় নয় কামনার আগুনে পুড়ে মারে মানুষ বিশ্বাসের সমুদ্র শুকিয়ে চর হয়েছে বলে কংক্রিটের দেয়ালে মাথা ঠুঁকে মরছে অষ্টাদশীর স্বপ্ন। দেবতার ঘাতক চাহনীতে ক্ষয়ে যাচ্ছে মানবতার অায়ু আত্মা ছিঁড়ে খাবে বলে মাটির পাত্র নিয়ে প্রস্তুত হয়ে আছে আজরাঈল এমন কুসিৎত সুন্দর কান্ড দেখে ঠোঁটে অতৃপ্ত হাসি নিয়ে ঘুরে বেড়ায় শালা অভিশপ্ত মালাউন।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

বহতা

বহতা শিরোনাম   বহতা হাসান ইমতি নতুন প্রত্যাশা রাঙানো মানব জন্মের বিধিলিপি, সুখ দুঃখের ঘাত প্রতিঘাতময় জীবনের সন্তরণ, মানবিক কাম ও প্রেমের প্রনয় পরিণয় অথবা এক জীবনের বেলাশেষে মৃত্যুর অন্তিম শীতলতা সবই সদা বহমান সময়ের সমতল সাগর বুকে বৃষ্টি ফোঁটার এক একটি ঝরে পড়া সাময়িক আলোড়ন ... হয়তো সময় কখনো কখনো কারো কারো জন্য থমকে যায়, সে কখনো কারো জন্যই মুহূর্তকাল থেমে থাকে না ... সুখের প্রহরগুলো যেন মোমের মত গলে ঝড়ে যায় বুক উথাল পাথাল করা কষ্টের চোরাস্রোতও বিস্মরণের অতল গর্ভে চাপা পড়ে সামনে এগিয়ে চলে পথচলা ... মৃত্যুর করাল গ্রাসে ক্ষয়ে যায় ব্যক্তিমানুষ তবু উত্তর পুরুষের রক্তে বেঁচে থাকে মানবজাতি ব্যক্তি মানুষ বেঁচে থাকে তার অমর কাজ ও ব্যক্তি মানুষ বেঁচে থাকে মানুষের স্মৃতিতে ... লাভ ক্ষতির আস্থাবর ভাবনার কারাগারে বন্দী সময়েও অনাবশ্যক স্মৃতিকাতর রোদ কখনো কখনো ঝলসে দেয় জৈবিক বিষয় ভাবনার দিগন্তহীন আকাশ... কিছু কিছু অপূরণীয় শুন্যতা সময়ে শুধু তার গভীরতা বাড়ায় কিছু কিছু হারিয়ে যাওয়া প্রিয় মুখ অনন্তকাল বেঁচে থাকে বেদনার অনুষঙ্গে ...  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন ক

আজ আর শব্দরা ঘুমায়না

শিরোনাম   আজ আর শব্দরা ঘুমায়না          মোঃ মোসাদ্দেক হোসেন আজ আর শব্দরা ঘুমায়না আজ আর শব্দরা ঘুমায়না ,জাগ্রত থাকে , যখন তখন কোন সীমাহীন ছন্দ হয়ে ডাকে। শীতের কুয়াশা ভেদি ; বর্ষার জল ছুয়ে আসে , আজ আর শব্দরা হারায়না ,থেকে যায় পাশে। রাত বিরাতে কাগজের সন্ধানে লিপ্ত করে- কিংবা কলমের ; ব্যস্ত করে রাখে ফের। গ্রামের পর গ্রাম থেকে শব্দ আসে , নদী হতে নদী পেরিয়ে খুব কাছে- জামরুল গাছ হতে শব্দরা জমায় ভীড় , হিজলের গাছ থেকে এসে গড়ে নীড়। ঘোলা পুকুরের পাড় থেকে আসে শব্দরা , নিকষ রাতের অন্ধকর থেকে আসে- কিংবা জোসনা আলো ভরা এই রাতে ; শব্দরা আসে , ভীড় জমায় মোর পাশে। আজ আর শব্দরা ঘুমায়না চেয়ে ইতিহাসের পাতায় , খুজে নিতে বলে লিখতে নতুন ছন্দ পাতায়। অনাচার আর জু‍লুমের প্রতি চেতনায় , গভীর রাতে শব্দরা আমায় জাগায়। দেখিয়ে দেয় সবুজের মাঠ আর মাঠ , কত শব্দরা আসে পূর্ণ করে মাঝির নৌকা ঘাট। আজ আর শব্দরা ঘুমায়না জাগিয়ে রাখে আমায় , ৫২-র রক্তমাখা স্বপ্ন কল্পনার চেতনায়। আজ আর শব্দরা হারায়না জাগায় প্রত্যয় , প্রতিবাদি হতে শিখায় যুগান্তর হতে- ‍৭১-রের লক্ষ মা

চড়ুই পাখি

শিরোনাম   চড়ুই পাখি চড়ুই পাখি আজিম আকাশ তিড়িং বিড়িং চড়ুই পাখি গাছের ডালে ঘুরে, ফুড়ুৎ-ফাড়ুৎ যখন-তখন যেখায়-সেথায় উড়ে। দুষ্ট চড়ুই সারাক্ষণই থাকে অতি ব্যস্ত, ছোট-খাট পোঁকা পেলে গিলে ফেলে আস্ত। সরু ডালের চিরল পাতায় কিচির মিচির ডাকে, ইচ্ছে হলেই উড়াল মারে অন্য গাছের শাখে। ধূসর রাঙা ছোট্ট চড়ুই কাজল কালো আঁখি, চঞ্চলা মন সকাল-দুপুর করে ডাকা-ডাকি। ( টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ ) কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ইচ্ছে

শিরোনাম   ইচ্ছে - মোঃ মোসাদ্দেক হোসেন ইচ্ছে পাখির মত নী‍ল আকাশে মেলে ধরে ডানা স্বপ্নগুলো ঘুড়ির মত নেই উড়তে কো মানা। স্বপ্নপুরে হরেক রঙে হাজার তারার মাঝে ফ‍ুলে ফলে নানান রু‍পে ‍হরেক রকম সাজে। পাক-পাখালি নদী-নালা ঘাসের হরেক ফু‍‍লে মুক্ত মনের জানালাতে ইচ্ছেগুলো দুলে। আপন আলোর ভুবনেতে নিজের মত করে আশার ছবি আঁকতে থা‍‍কি নব রাঙা ভোরে।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

কবিতারা মৃতপ্রায়

কবিতারা মৃতপ্রায় শিরোনাম   কবিতারা মৃতপ্রায় আজিম আকাশ বড় হতাশায় মানবজমিন কেঁপে উঠে সমকালীন কবিতার অদৃশ্য ভূমিকম্পে, এক আকাশ কালো মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে আজ কবিতার পাঠক। উৎফুল্ল হৃদয়ে, নূতন কাব্যের ঘ্রাণে- পৃষ্ঠার ভাঁজে ভাঁজে, আজ আর কেউ খুঁজে না কোন কাঙ্খিত কবিতা। ডিজিটাল প্রযুক্তির অনলাইন ফ্রি সংস্করণ তথা বহুমাত্রিক টাইমপাস বিনোদনের- যাঁতাকলে, কেবলই পিষ্ট হতে চলেছে প্রিন্ট মিডিয়ার সাবেক পাঠকবৃন্দ। তবে কী এভাবেই পিষ্ট হতে হতে নিঃশেষে বিভাজ্য হবে অবশেষে? তিল তিল করে হৃদয়ভূমে সঞ্চিত সাহিত্যের প্রতি নিগূঢ় ভালোবাসায়- তবে কী আজ শুধু অবমাননাই প্রাপ্য? মিথ্যে সৃজনশীলতার ক্যানভাসে জেগে ওঠা অজস্র  প্রকাশনাগুলো, আজ আর মননে সৃজন করে না- নজরুল কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর। ডিজিটাল ফরমূলার রমরমা ধ্যাঁচে প্রকাশনাগুলো আজ ব্যতিব্যস্ত- বইমেলা কেন্দ্রিক বাণিজ্যিক মোহে। বছরজুড়ে আজ আর হয় না তেমন তরুণ কবির নতুন নতুন কাব্যের- কোন তেজোদীপ্ত মোড়ক উন্মোচন, কেবলমাত্র একুশ এলেই প্রকাশনাগুলোর হাকডাক দিয়ে কসরত চলে বই প্রকাশের, হরহামেশাই সূক্ষাতিসূক্ষ যাচাই-বাছাইহীন ভুরিভুরি বই প

আকাঙ্খা

আকাঙ্খা  শিরোনাম   আকাঙ্খা   আবুল হাসান তুমি কি আমার আকাশ হবে? মেঘ হয়ে যাকে সাজাব আমার মনের মত করে । তুমি কি আমার নদী হবে? যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে তরী বেশে ভেসে যাব কোন অজানা গন্তব্যের পথে । তুমি কি আমার জোছনা হবে? যার মায়াজালে বিভোর হয়ে নিজেকে সঁপে দেব সকল বাস্তবতা ভুলে । তুমি কি আমার কবর হবে? যেখানে শান্তির শীতল বাতাসে বয়ে যাবে আমার চিরনিদ্রার অফুরন্ত প্রহর ।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ভালবাসতাম

ভালবাসতাম শিরোনাম   ভালবাসতাম  আলেকজান্ডার   পুশকিন তোমাকে ভালবাসতাম , বোধকরি এখনো বাসি সে দীপশিখাটি নিভেনি আজো , অবশ্য এটা আমার ভেতর এখন এতো শান্তভাবে জ্বলছে যে তোমার বিব্রত বোধ করার কোনো কারণ নেই নীরবে প্রতিদানহীনভাবে তোমাকে চেয়েছিলাম খুব ঈর্ষা হতো কখনো , কখনো শরমিন্দা ঈশ্বর যেন তোমাকে এমন একজন মিলিয়ে দেন যে তোমাকে ভালবাসবে ঠিক আমারই মতো সন্তর্পণে ও বিশ্বস্ততায়।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স