সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মৃত্যু

শিরোনাম  মৃত্যু  বিকাশ দাস মৃত্যু মারা যায় না কারোর ডাকে রাকাড়ে না । মৃত্যু আতঙ্ক ভয় জ্বর শূন্য মৃত্যু অহঙ্কারবোধ একলা মৃত্যু অঙ্ক অদৃষ্টের ধারধারে না । কারোর দুপায়ে বা দুহাত ধরে বলে না আমার জীবন ফিরিয়ে দাও। মৃত্যু যুদ্ধ শেষকুল অবশেষে বলে না আমার জীবন জিরিয়ে দাও। মৃত্যু মনিব শরীরের শরিক মৃত্যু ভবিষ্যত ভাগ্যের ধারধারে না । মৃত্যু রোগ মৃত্যু ভোগ জেগে থাকার শর্ত ধাপ্পার ধার ধারে না । মৃত্যু বিদায় মৃত্যুর চোখে নিশ্চুপ কান্নার অল্প ঘুম । মৃত্যু প্রেম মৃত্যু বিষ অসুস্থতার আরোগ্য সুস্থ ঘুম । মৃত্যু আঘাত মৃত্যু বিশ্রাম হাড়ের নিশ্চিন্ত মগ্ন ঘুম । মৃত্যু ইচ্ছে বেঁচে থাকা শরীরের ফাঁকজুড়ে অনন্ত ঘুম । মৃত্যু ছাই মৃত্যু যায় মৃত্যু আসি মৃত্যুর ঠোঁটে মৃত্যুর একলা বাঁশি ।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

খড়কুটো – দুই

খড়কুটো – দুই শিরোনাম - খড়কুটো – দুই বিকাশ দাস মাথার উপর আকাশ তার চেয়ে বেশি প্রয়োজন ঘরলগ্ন মাটি দেহ জুড়ানো দু'দন্ড শান্তি নামিয়ে ব্যক্তিগত বোঝার দায় পায়ের নিচে । মাথার উপর ঈশ্বর তার চেয়ে বেশি প্রয়োজন শ্রমলগ্ন হাত পেট জুড়ানো দু' মুঠো ভাত সারিয়ে রক্তজলের উৎস সময়ের উদ্ভিদে । মাথার উপর ঐশ্বর্য তার চেয়ে বেশি প্রয়োজন দেহলগ্ন বৃষ্টি ঢেঁকি জুড়ানো দু'ধামা ধান মাখিয়ে আপন্ন অধিকার সংঘাতের ঘামে । (মুম্বাই)    কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স