সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমি একটুখানি দাঁড়াব

শিরোনাম : আমি একটুখানি দাঁড়াব        > সৈয়দ শামসুল হক < আমি একটুখানি দাঁড়াব আমি একটুখানি দাঁড়াব এবং দাঁড়িয়ে চলে যাব; শুধু একটু থেমেই আমি আবার এগিয়ে যাব; না, আমি থেকে যেতে আসিনি; এ আমার গন্তব্য নয়; আমি এই একটুখানি দাঁড়িয়েই এখান থেকে চলে যাব। আমি চলে যাব তোমাদের এই শহরের ভেতর দিয়ে খুব তাড়াতাড়ি এর মার্চপাস্টের যে সমীকরণ এবং এর হেলিকপ্টারের যে চংক্রমণ, তার তল দিয়ে তড়িঘড়ি; আমি চলে যাব তোমাদের কমার্সিয়াল ব্লকগুলোর জানালা থেকে অনবরত যে বমন সেই টিকার-টেপের নিচ দিয়ে এক্ষুনি; আমি চলে যাব তোমাদের কম্পিউটারগুলোর ভেতরে যে বায়ো-ডাটার সংরক্ষণ তার পলকহীন চোখ এড়িয়ে অবিলম্বে; আমি চলে যাব যেমন আমি যাচ্ছিলাম আমার গন্তব্যের দিকে ধীরে ধীরে বহুকাল ধরে আমি একটি দু’টি তিনটি প্রজন্ম ধরে। আমি কথা দিচ্ছি তোমাদের কোনো রমণীকে আমি চুম্বন করব না; আমি কথা দিচ্ছি তোমাদের কোনো সন্তানকে আমি কোলে করব না; এবং কথা দিচ্ছি তোমাদের এপার্টমেন্টের জন্যে আমি দরখাস্ত করব না, তোমাদের ব্যাংক থেকে আমি ঋণ গ্রহণ করব না, তোমাদের শাসন-পরিষদে আমি সদস্য হতে চাইব