শিরোনাম চড়ুই পাখি
আজিম আকাশ
তিড়িং বিড়িং চড়ুই পাখি
গাছের ডালে ঘুরে,
ফুড়ুৎ-ফাড়ুৎ যখন-তখন
যেখায়-সেথায় উড়ে।
দুষ্ট চড়ুই সারাক্ষণই
থাকে অতি ব্যস্ত,
ছোট-খাট পোঁকা পেলে
গিলে ফেলে আস্ত।
সরু ডালের চিরল পাতায়
কিচির মিচির ডাকে,
ইচ্ছে হলেই উড়াল মারে
অন্য গাছের শাখে।
ধূসর রাঙা ছোট্ট চড়ুই
কাজল কালো আঁখি,
চঞ্চলা মন সকাল-দুপুর
করে ডাকা-ডাকি।
( টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ )
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
চড়ুই পাখি |
আজিম আকাশ
তিড়িং বিড়িং চড়ুই পাখি
গাছের ডালে ঘুরে,
ফুড়ুৎ-ফাড়ুৎ যখন-তখন
যেখায়-সেথায় উড়ে।
দুষ্ট চড়ুই সারাক্ষণই
থাকে অতি ব্যস্ত,
ছোট-খাট পোঁকা পেলে
গিলে ফেলে আস্ত।
সরু ডালের চিরল পাতায়
কিচির মিচির ডাকে,
ইচ্ছে হলেই উড়াল মারে
অন্য গাছের শাখে।
ধূসর রাঙা ছোট্ট চড়ুই
কাজল কালো আঁখি,
চঞ্চলা মন সকাল-দুপুর
করে ডাকা-ডাকি।
( টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ )
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু