শিরোনাম ইচ্ছে
-মোঃ
মোসাদ্দেক হোসেন
পাখির মত নীল আকাশে
ইচ্ছে |
পাখির মত নীল আকাশে
মেলে ধরে ডানা
স্বপ্নগুলো ঘুড়ির মত
নেই উড়তে কো মানা।
স্বপ্নপুরে হরেক রঙে
হাজার তারার মাঝে
ফুলে ফলে নানান রুপে
হরেক রকম সাজে।
পাক-পাখালি নদী-নালা
ঘাসের হরেক ফুলে
মুক্ত মনের জানালাতে
ইচ্ছেগুলো দুলে।
আপন আলোর ভুবনেতে
নিজের মত করে
আশার ছবি আঁকতে থাকি
নব রাঙা ভোরে।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
স্বপ্নগুলো ঘুড়ির মত
নেই উড়তে কো মানা।
স্বপ্নপুরে হরেক রঙে
হাজার তারার মাঝে
ফুলে ফলে নানান রুপে
হরেক রকম সাজে।
পাক-পাখালি নদী-নালা
ঘাসের হরেক ফুলে
মুক্ত মনের জানালাতে
ইচ্ছেগুলো দুলে।
আপন আলোর ভুবনেতে
নিজের মত করে
আশার ছবি আঁকতে থাকি
নব রাঙা ভোরে।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু