শিরোনাম নদীর মত শরীর নদীর মত শরীর আজিম আকাশ নদীর মত শরীর যেন শীমুল তুলোর পরশ; গভীর রাতের পিয়াস শেষে মন হয়ে যায় সরস। গোলাপ ফুলের সুবাস যেন মাতাল বাহুর ভাঁজে; প্রেম সাগরে ডুব দিয়ে মন স্বর্গীয় সুখ খোঁজে। কে বলেছে এই ধরাতে সুখ নেই-তো মনে; নারীর ছোঁয়ায় পুরুষ কায়া সুখ পায় শুভ-ক্ষণে। নারীর প্রেমে সিক্ত হয়ে পুরুষরা হয় দিওয়ানা; দেহের ক্ষুধা মিটাতে পুরুষ দেয় নারীর কায়ায় হানা। রেশম-কোমল দেহের ভাঁজে গৌন গোপন লজ্জা; সুখের তরে সংগোপণে শরীরটা হয় শয্যা। চাঁদনি রাতের চাঁদের মত জড়িয়ে থাকে মায়া; হাড় কাঁপানো শীতেও যেন আগুন ঝরা কায়া। (টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ) কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
সব কবি , সব কবিতা