শিরোনাম : পুরুষের দাবী আদায়ের এজেন্ডা নেই , আছে কিছু দীর্ঘশ্বাস কবি ; নাগরিক কবিয়াল NK তোমার অশ্রু বিলাপে অপচয়ের জন্যে নয়, জানি , ভেঙ্গে পড়া চলবে না,বয়স্ক পুরুষের চোখে অশ্রু মানায় না , জানি , হতে হবে কর্মে বীর, ধর্মে ধীর আর সংকটে স্থির , জানি, জানি পাথর আচ্ছাদনে অটল অবিচল হৃদয় যার, সেই সঠিক পুরুষ , প্রতিদিন পাহাড় খুদে কুড়োলে জঙ্গল চিঁরে, কোদালে জমি খুঁড়ে ফসল ফলিয়ে মাঠ থেকে গরু তাড়িয়ে ফিরে পরিবারের নালিশ অনুযোগ, রাতের বিছানায় শরীর নিঙড়ানো পৌরুষের পরিক্ষায় বসা , তারপর পরিবার প্রধান সুলভ ইন্দ্রিয় সচেতন রেখে কিছু ক্ষণের অচেতনতা , এ সবি পুরুষের কাছে পৃথিবীর বহাল কৃত পরম দায়িত্ব, জানি , কিন্তু ক্লান্ত আমার চরন যখন এলোমেলো হয়ে আসে, পেশী যখন প্রবিবাদ জানায়, অনেক জমানো অশ্রু যখন চোখের কোল বেয়ে অজান্তে ঝরে পড়ে দু এক ফোঁটা, ছেলেবেলার মুক্ত ঘুড়ীর মতো জীবন মনে পড়ে যায় বুকটা হাহা করে ওঠে, চলার পথে যদি কোন বন্ধুর প্রিয় মুখ হঠাৎ উদয় হয় , তখন বড্ড ইচ্ছে হয় চলে যাই ওর সাথে কথা বলি অনন্ত কাল , কিন্তু উভয়ের সামাজিক পুরুষ জ...
সব কবি , সব কবিতা