শিরোনাম : ভবদীয়
কবি গোলাম মাসুম (জিকো)
জলে ছুড়ে ফেললে
নদীতে ভাসাবো শরীর - নদীতে ভাসবো
নদীতে ছুড়ে ফেললে
সমুদ্রে ভাসাবো শরীর - নীল জলে ভাসবো
গৃহছাড়া করলে থাকবো অরণ্য আশ্রয়ে, ডালে ডালে
ডাল কাটলে শিকড়ে
শিকড় উপড়ে ফেললে মৃত্তিকা আশ্রয়ে
তারপর পোকা থেকে পোকা
হাত এবং হাত, পা থেকে পা
নবজাতক যদি হই, হামাগুরি দিয়ে হলেও তোমার কাছে পৌঁছাবো
এক পৃথিবী আলোর সন্ধানে
জোনাকী পোকার পিছে ঘুরি অবিরাম
এক পৃথিবী সবুজ দেখবো বলে
শেওলা পড়া দিঘীর দিকে তাকিয়ে থাকি পলকহীন
আজ যদি বিমুখ করতে চাও - চাইবো চুম্বন
আজ যদি অবহেলা করতে চাও - চাইবো আলিঙ্গন
পথে পথে হাটবো তবুও তোমার কাছে পৌঁছাবো
রোদে রোদে হাটবো তবুও তোমার কাছে পৌঁছাবো
জড়িয়ে, চাইবো চুম্বন এবং কাশবন
১৯৯৯/২/৫
@ আরামবাগ, ঢাকা
www,zics.me
কবি গোলাম মাসুম (জিকো)
জলে ছুড়ে ফেললে
নদীতে ভাসাবো শরীর - নদীতে ভাসবো
নদীতে ছুড়ে ফেললে
সমুদ্রে ভাসাবো শরীর - নীল জলে ভাসবো
গৃহছাড়া করলে থাকবো অরণ্য আশ্রয়ে, ডালে ডালে
ডাল কাটলে শিকড়ে
শিকড় উপড়ে ফেললে মৃত্তিকা আশ্রয়ে
তারপর পোকা থেকে পোকা
হাত এবং হাত, পা থেকে পা
নবজাতক যদি হই, হামাগুরি দিয়ে হলেও তোমার কাছে পৌঁছাবো
এক পৃথিবী আলোর সন্ধানে
জোনাকী পোকার পিছে ঘুরি অবিরাম
এক পৃথিবী সবুজ দেখবো বলে
শেওলা পড়া দিঘীর দিকে তাকিয়ে থাকি পলকহীন
আজ যদি বিমুখ করতে চাও - চাইবো চুম্বন
আজ যদি অবহেলা করতে চাও - চাইবো আলিঙ্গন
পথে পথে হাটবো তবুও তোমার কাছে পৌঁছাবো
রোদে রোদে হাটবো তবুও তোমার কাছে পৌঁছাবো
জড়িয়ে, চাইবো চুম্বন এবং কাশবন
১৯৯৯/২/৫
@ আরামবাগ, ঢাকা
www,zics.me
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু