শিরোনাম: স্পর্শ যদি
...................
কেউ যদি মালা দিত ,
যদি হাতে রাখত কোমল হাত ,
হঠাৎ পাল্টে যেত ঋতু , হঠাৎ মৃত পাখী ফিরে পেত প্রান ,
দুর্গম দীর্ঘ পথ হয়ে যেত মখমলে মসৃণ ,
সমাধান খুঁজে পেত জটিল অঙ্ক গুলো ,
আবার স্বপ্ন দেখত এই আঁখিপাত ,
কেউ যদি ছুঁয়ে দিত হৃদয় ,
নতুন শব্দের জন্ম হত বাংলা অভিধানে ,
কোকিল তার গান শুনিয়ে যেত এই নাগরিক জঙ্গলে ,
বৈশাখের প্রখর রোদ হয়ে যেত সহনীয় ,
কাঠ খোট্টা ভুগোলের ক্লাস হয়ে যেত মজার ।
যদি স্পর্শ করে দিত কেউ ভুল আনমনে,
ফুটে উঠত শুকনো কলি, ফুল হয়ে ,
ময়ূর পেখম তুলত শুধু আমাকে দেখাবে বলে ।
উষ্ণ চুম্বন যদি পেতাম ,
শিল্পের রাজধানী হয়ে যেত নোংরা ঢাকা ।
nagorik kobial 23^01^2014
...................
কেউ যদি মালা দিত ,
যদি হাতে রাখত কোমল হাত ,
হঠাৎ পাল্টে যেত ঋতু , হঠাৎ মৃত পাখী ফিরে পেত প্রান ,
দুর্গম দীর্ঘ পথ হয়ে যেত মখমলে মসৃণ ,
সমাধান খুঁজে পেত জটিল অঙ্ক গুলো ,
আবার স্বপ্ন দেখত এই আঁখিপাত ,
কেউ যদি ছুঁয়ে দিত হৃদয় ,
নতুন শব্দের জন্ম হত বাংলা অভিধানে ,
কোকিল তার গান শুনিয়ে যেত এই নাগরিক জঙ্গলে ,
বৈশাখের প্রখর রোদ হয়ে যেত সহনীয় ,
কাঠ খোট্টা ভুগোলের ক্লাস হয়ে যেত মজার ।
যদি স্পর্শ করে দিত কেউ ভুল আনমনে,
ফুটে উঠত শুকনো কলি, ফুল হয়ে ,
ময়ূর পেখম তুলত শুধু আমাকে দেখাবে বলে ।
উষ্ণ চুম্বন যদি পেতাম ,
শিল্পের রাজধানী হয়ে যেত নোংরা ঢাকা ।
nagorik kobial 23^01^2014
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু