শিরোনাম : সূর্য হয়ে উঠতে
কোনও একদিন সূর্য হয়ে উঠবো বলে ,
৩৬ বছর সলতের নিভু নিভু আগুন বাঁচিয়ে রেখেছি ।
কোনও একদিন সূর্য হয়ে উঠবো বলে,
অপমান ,অপবাদ সহ্য করেছি এতোগুলো বছর ।
নাম ঠিকানাহীন মানুষের সমুদ্রে ডুবুরীর মতো গোপনে ,
বঞ্চনা আর ধিক্কার ভুল নামে ডাকা সহ্য করেছি ,
প্রানপ্রিয় মানুষগুলোর মুখের দিকে ভালো করে চাইনি ।
তোমাদের পদাঘাতে ভুল ভেঙ্গে গেল আজ ,
বুঝিবা সম্বিত ফিরে পেল বেহুঁশ মাতাল কোনও ।
একদিন সূর্য হয়ে উঠবো বলে আর সাধনায় মগ্ন থাকবনা ,
তোমাদের কাছে দাবী নিয়ে আর কোনও দিন মুখোমুখি হবনা ,
আমি কবর খানায় মৃত সঙ্গীর সাথে ফসফরাসের রহস্যময় আলো হয়ে
যাবো ।
কোনও দিন আমার কবরের পাশ দিয়ে যাবার সময় ,
ভয়ে নিজেকে গুঁটিয়ে নিওনা , ভূত আমি হবনা ,
অদ্ভুত সেই ফসফরাসের আলেয়ায় তুমি প্রেম বিরহ খুঁজে পাবে
,
বিদ্রোহ ,ক্ষোভ ,প্রতীবাদ খুঁজে পাবে , কবির মৃত্যু হতে
পারে ,কবিতার না ।
pasa/112014
pasa/112014
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু