সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অভেদ আত্মা

শিরোনাম   অভেদ আত্মা অভেদ আত্মা                  ডা: প্রবীর আচার্য্য নয়ন তুমি আমি অভেদ বলে অভিন্ন চিন্তায় হারায় যামী প্রভাত হলে নতুন কবিতায় রবির কিরণ ঘটায় মিলন হয়ে ফুলের সাথী ফুলের গন্ধে নাচে ছন্দে রঙিন প্রজাপতি আসে অলি ফোটে কলি জানায় আমন্ত্রন তুমি আমি মিলেই তো হয় সকল আয়োজন ফুটবে মুকুল ঝরবে বকুল ভরবে ফুলের ডালা শরৎ এলে শিউলি তুলে গাঁথবে ফুলের মালা আগুন ঝরা কৃষ্ণচুড়া ফাগুন নিয়ে আসে বেদম চাপে কদম ফাঁপে বর্ষাতে তাই ভাসে গ্রীষ্মকালে আম কাঁঠালে মাছির কলরব নানান ভাবে নানান তালে আনন্দ উৎসব সেসব শুধু ভালো লাগে তুমি সাথী হলে মনে হাজার ছন্দ জাগে তোমার পরশ পেলে তোমায় পেলে কোকিল ডাকে বসন্ত গীত গায় জোড়া শালিক বসে থাকে হিজলের শাখায় তোমার বাণী সুর ও ধ্বনি শ্রবণ যন্ত্রে বাজে সারা দিনই সে সুর শুনি আমার সকল কাজে আমার হাতে দুহাত রাখ সাথী হয়ে সাথে থাক মোর নয়নে নয়ন রাখ লাগবে ভীষণ ভালো শিলার বুকে কী নাম লেখা বাইরে থেকে যায় কি দেখা জমাট বুকে আছে রাখা অসীম আঁধার কালো কালো চোখের আলোয় লোকের ঘুচবে মনের ধাঁধা  আত্মা মোদের একই বীণায় একই সুরে বাঁধা একই ম...

বড় প্রয়োজন

শিরোনাম   বড় প্রয়োজন                   আজিম আকাশ (কাজী নজরুল ইসলাম পরম শ্রদ্ধেয়) এখন বড় প্রয়োজন বিদ্রোহী কবির সেই আগুন ঝরা শাণিত বাণী, চারিদিকে দিকবিদিক ঘোর অন্ধকার আঁধারের আবর্তেই সকলের পথ চলা, চলছে দুর্বার-দুর্দম-অপ্রতিরোধ্য গতিতে প্রভাত-দুপুর-সান্ধ্য কিংবা নিস্তব্ধ নিশিতে। কার হস্তে আছে গোটা দেশ আলোকিত করার সঠিক আলোর সুবর্ণ বর্তিকা, কে করবে ঘোর অন্ধকার থেকে জাতির কলঙ্ক লেপনের ঋজু পথ উন্মোচন; তাই বার বার কেন যেন মনে হয় তোমাকেই জাতির বড় প্রয়েয়োজন। কত দু:খ-যাতনা, কত গঞ্জনা সয়েছ তুমি জাতির তরে-কবিতার তরে, দারিদ্রের সাথে করেছ আপোসহীন যুঝি সত্যকে চির প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয়ে; অনাচার ব্যধি সমাজ থেকে নির্মূলের তরে অবরুদ্ধ ছিলে কারাগারে সৌষ্ঠবে-নির্ভয়ে। জাতির বিবেক আজ মাথা ঠুকে মরে ডিজিটাল ছোঁয়ায় প্রযুক্তির দেয়ালে, সভ্যতার ক্রমবিবর্তনে শিল্পের আকাশ জুড়ে আজ অগণিত নক্ষত্র তথা কলম সৈনিক, তবু মম হৃদয় যাচে হাজার সৈনিকের ভিড়ে একটি ক্ষুরধার সৈনিকের নিষ্কন্টক সাদর উপস্থিতি; যা বদলে দিতে পারে রুগ্ন জাতির গোটা পরিস্থি...

কবিতাই সব

কবিতাই সব শিরোনাম   কবিতাই সব                 মোকসেদুল ইসলাম কবিতা তুমি আছো বলেই আজ আমি কবি বেয়াড়া শব্দগুলো খুব সহজেই এখন আমার খাঁচায় বন্দি সারা মস্তিষ্ক জুড়ে তাদের নিয়ে সাপলুডু খেলি। বিষাদগ্রস্ত মলিন চোখে বিশ্বাসের আনাগোনা বাড়ে প্রেয়সীর ভুলে ঘুনে ধরা হৃদয়ে আবার সজীবতা ফিরে আসে। কবিতা তুমি আছো বলে মনের আকাশে ওড়াই স্বপ্নের ঘুড়ি বায়োনারি পজিশনে দেখি আজব পৃথিবী।  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

আগুন জ্বালাবো মেঘে , হবে অগ্নি বর্ষণ

আগুন জ্বালাবো মেঘে , হবে অগ্নি বর্ষণ , বার বার , আবার , যতবার হবে মানবতার গন ধর্ষণ । নালিশ নিয়ে যাবনা জেতিসঙ্ঘের কাছে,করবোনা অশ্রুপাত , বনের সুন্দরির ডালে বাঁধবো আমার জামা ,জ্বালাবো মশাল , ছুঁড়ে দেব হানাদারের বারুদ গুদামে , প্রচণ্ড হবে বিস্ফোরণ । যে শিশু কিছু বুঝে ওঠার আগেই শহীদ হয়ে গেল তার কসম , যে কিশোরী নারী হয়ে পতিগৃহে যাওয়ার বদলে গেল মৃত্যুঘরে , যে পিতা মাতা ঘুমের ঘরে ঝলসে ছাই হয়ে গেল তাদের কসম , আগুন জ্বালাবো মেঘে , হবে অগ্নি বর্ষণ আগুন জ্বালাবো মেঘে , হবে অগ্নি বর্ষণ ।                              পারভেজ সাজ্জাদ এম [ গাজার শিশুদের জন্যে আমার অথর্ব কবিতা ] শিরোনাম কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

শ্রাবন

শ্রাবন শিরোনাম  শ্রাবন           রিপন চন্দ্র বর্মন  শ্রাবন মেঘের ঝমঝমে শুনি তব কথা, এমন করে দাও কেন গো এমন নিঠুর ব্যথা । মাঝে মাঝে হেয়ালিতে বলিতে কি চাও ? শ্রাবন মেঘে ভিজলে তুমি সঙ্গী করে নাও । তোমার একটু স্পর্শ পেতে বারি হয়ে ঝরি মৃত্তিকাকে ভালবেসে বক্ষে তোমায় ধরি । বৃষ্টির তালে, মনের ভিতর কথা করে রণ ঝমঝমিয়ে ভিজাও মোরে ভিজাও তপ্ত মন । ১৩/০৮/১৪ সময়: ১২.২১ বদরপুর ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

ইচ্ছে করে

শিরোনাম   ইচ্ছে করে ইচ্ছে করে আজিম আকাশ ইচ্ছে করে চিলের মত ওই আকাশে ঘুরতে, ইচ্ছে করে ঘুড়ির মত হাওয়ায় হাওয়ায় উড়তে। ইচ্ছে করে গভীর জলে মাছের মত চলতে, ইচ্ছে করে ওই আকাশে তারার মত জ্বলতে। ইচ্ছে করে ওই নীলিমায় মেঘের মত ভাসতে, ইচ্ছে করে জোছনা রাতে চাঁদের মত হাসতে। ইচ্ছে করে ভরদুপুরে ধূলো-বালি খেলতে, ইচ্ছে করে শিশুপার্কে নাগরদোলায় দুলতে। ইচ্ছে করে ঘোড়ার মত দ্রুত বেগে ছুটতে ইচ্ছে করে ফুল কাননের গোলাপ হয়ে ফুটতে। ইচ্ছে করে দেশের তরে বীরের মত লড়তে, ইচ্ছে করে ন্যায়-বিচারের সমাজটাকে গড়তে।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

যে প্রশ্নের উত্তর জানা নেই

যে প্রশ্নের উত্তর জানা নেই শিরোনাম   যে প্রশ্নের উত্তর জানা নেই     মোকসেদুল ইসলাম নীতির চিবুক বেয়ে ঝরে পরে সততা নামক অহমের চোখের পানি জীবনের রোদ্দুর আলুথালু পায়ে এগিয়ে আসে অন্ধকারের দিকে নৈতিকতার দীর্ঘ ইতিহাসে সমস্ত মৌন্যতা আজ আঘাত হানে। নরকাগ্নির অপ্রকৃতস্থ অবস্থা থেকে মুক্তি পাওয়ার আশায় যে করজোড়ে প্রার্থনা করতো সেই মানব আজ সত্যের রক্ত চুষে ফুলে-ফেঁপে উঠছে জোঁকের মত তারপরেও অবিশ্বাসের ঢেকুর তুলে তার পায়ে সেলাম ঠুকি, খুশিতে বগল বাজাই। আমরা যেন আবারও ভ্রুন থেকে ধীরে ধীরে ছোট বাচ্চা হয়ে উঠি হে মানব কবে তুমি মানুষ হবে?   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

আনাড়ী পথিক

শিরোনাম     আনাড়ী পথিক আনাড়ী পথিক               মোঃ সামীউল আলম সরকার অনন্ত ঘোর-অমবস্যা রাত জুড়ে- মেঘপুঞ্জের অবিরাম আনাগোনা, বিজলীহীন বজ্রের সঙ্গিন হুঙ্কার; তবু সব ভুলে হরদম ঘুরে মরে- দোসরহীন অচেনা আনাড়ী পথিক। মর্তলোক-অন্দরের লক্ষ গহ্বর হতে- গুপ্ত সাপিনীর নিয়ত বিষাক্ত ছোবলে মর্ত জুড়ে নিরন্তর বিনাশী ভূকম্পন; তবু সব ভুলে হরদম ঘুরে মরে- দোসরহীন অচেনা আনাড়ী পথিক। সহসা সমুদ্র বক্ষে জাগে ভীষণ প্রচন্ড, কূলে আছড়ে পড়ে অসুর-তরঙ্গরাশি, কালক্রমে পাহাড় হারায় সাগর-গর্ভে; তবু সব ভুলে হরদম ঘুরে মরে- দোসরহীন অচেনা আনাড়ী পথিক।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

উষা

শিরোনাম    উষা                           উষা               সুমন কুমার সাহু বহুদিন পর আজ মিশেছে কলম সাদা নির্জীব কাগজে সজীব সতেজ মন উধাও চোখের ঘুম -জেগে রোই তন্দ্রা আচ্ছন্নে নির্মম শানিত কলমের ধার কেটে চলে বুলি খাতার 'পরে ওই বুঝি ভোর হলো ওই বুঝি উঠলো রবি -মন পড়ে রয় জানালার ধারে রাতের এই অন্ধকারে মোমবাতি গলে চলেছে ধীরে ধীরে নিঃশব্দে ভোরের আলো ওঠার আগে যদি যায় নিভে -কলমের নিপিড়ন যাবে বুঝি থেমে মনের এই দ্বন্দ খেলা কলমের ছুটে চলা একদিন যাবে থেমে হয়তো সেদিন ঘুমিয়ে যাবো মিলিযে যাবো অথৈ জলে -চোখের বালি মিশে I   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

জীবন সংগ্রাম

জীবন সংগ্রাম শিরোনাম   জীবন সংগ্রাম     সুমন কুমার সাহু মেঘলা আকাশ ছেয়ে ঝির ঝির সারাদিন বেলা বয়ে যায় নদীর জলে যাত্রা অন্তহীন ঢেউ ওঠে মনে ঢেউ ভাঙে মনে বয়ে যায় স্রোত মন সাগরে একলা নাওয়ে বসে শক্ত হাল ধরে সময় ফেরি পারাপারে ভালবাসার আকাশ মেঘ ভাঙ্গা রোদে মন মাঝি ক্যানভাস জীবন সংগ্রামে ।   কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স