শিরোনাম আনাড়ী পথিক
মোঃ সামীউল আলম সরকার
আনাড়ী পথিক |
মোঃ সামীউল আলম সরকার
অনন্ত ঘোর-অমবস্যা রাত জুড়ে-
মেঘপুঞ্জের অবিরাম আনাগোনা,
বিজলীহীন বজ্রের সঙ্গিন হুঙ্কার;
তবু সব ভুলে হরদম ঘুরে মরে-
দোসরহীন অচেনা আনাড়ী পথিক।
মর্তলোক-অন্দরের লক্ষ গহ্বর হতে-
গুপ্ত সাপিনীর নিয়ত বিষাক্ত ছোবলে
মর্ত জুড়ে নিরন্তর বিনাশী ভূকম্পন;
তবু সব ভুলে হরদম ঘুরে মরে-
দোসরহীন অচেনা আনাড়ী পথিক।
সহসা সমুদ্র বক্ষে জাগে ভীষণ প্রচন্ড,
কূলে আছড়ে পড়ে অসুর-তরঙ্গরাশি,
কালক্রমে পাহাড় হারায় সাগর-গর্ভে;
তবু সব ভুলে হরদম ঘুরে মরে-
দোসরহীন অচেনা আনাড়ী পথিক।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মেঘপুঞ্জের অবিরাম আনাগোনা,
বিজলীহীন বজ্রের সঙ্গিন হুঙ্কার;
তবু সব ভুলে হরদম ঘুরে মরে-
দোসরহীন অচেনা আনাড়ী পথিক।
মর্তলোক-অন্দরের লক্ষ গহ্বর হতে-
গুপ্ত সাপিনীর নিয়ত বিষাক্ত ছোবলে
মর্ত জুড়ে নিরন্তর বিনাশী ভূকম্পন;
তবু সব ভুলে হরদম ঘুরে মরে-
দোসরহীন অচেনা আনাড়ী পথিক।
সহসা সমুদ্র বক্ষে জাগে ভীষণ প্রচন্ড,
কূলে আছড়ে পড়ে অসুর-তরঙ্গরাশি,
কালক্রমে পাহাড় হারায় সাগর-গর্ভে;
তবু সব ভুলে হরদম ঘুরে মরে-
দোসরহীন অচেনা আনাড়ী পথিক।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু