শিরোনাম : নির্মল ভালবাসা
--- হেমন্ত রড্রিক্স
সমুদ্রের অতল গহ্বরে
শেওঁলা গুলো দিনে দিনে বৃদ্ধি পায়,
বুঝে উঠা হয়নি কখন মনের গভীরে
বেসামাল ভালবাসা তেমনই দানা বাঁধলো ?
কেরোসিন পিদিম মিটি মিটি আলো দেয়
মৃদু মলয় পরশে সে যেন আহ্লাদিত।
তোমার মুখাবয়ব আলো আধারে
সে এক ভিন্ন জগত সৃষ্টিতে নিমগ্ন ।
মেঘের গর্জে ওঠাকে ভয় পেওনা
দ্যুতিময় ঘর্ষণের পরক্ষণেই বর্ষিত ধারা ।
শীতল বায়ু বহে সমান্তরাল ।
ধুয়ে মুছে শুভ্র সুশীল ধরাতল।
দীনতা, অসৌন্দর্য ক্ষণস্থায়ী দৃশ্যতই
সত্যি প্রেমের গভীরতা অপরিমেয় ।
বিশ্বাস, সমঝোতা যার মজবুত খুঁটি ।
মরণোত্তর তাজমহল নয়,
জীবদ্দশায় হাতে হাত রেখে চলার
অঙ্গীকারই "নির্মল ভালবাসা"।
(সেপ্টেম্বর তিরিশ
সিনসিনিটী বিমান বন্দর
ওহাইও, আমেরিকা
- সকাল নয়টা ।)
( কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু