শিরোনাম: সুখ
কবি: কাজী জুবেরী মোস্তাক
জীবনে সবাই সুখের সন্ধানে ছুটে বেড়ায়
হয়তোবা এভাবেই ভালো থাকা যায় ;
সুখ সেতো আমাদের আশেপাশেই থাকে
শুধুমাত্র একটু খুঁজলেই পাবে তাকে ।
কখনো কোন এক শিশুর মুখে হাসি ফুটাও
কখনো ক্ষুধার্তের মুখে খাবার দাও ;
যদি সময় পাও তবে সময় কাটাও বৃদ্ধাশ্রমে
দেখবে তুমি সুখটা তোমার প্রতি দমে ।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু