শিরোনাম: জলের দহন
কবিঃ ব্রজকুমার সরকার
সেদিন দুপুরে আমরা জলের কাছে গেছি,
দেখেছি জলের শরীর, তীব্র রোদে পুড়ে
যাচ্ছে জল, আমরাও পুড়ছি তেমনি।
সারাদিন ঘুরেছি আমরা দু’জন এই জীর্ণ
শহরের অলি গলি; অবশেষে এই প্রান্তভুমে
পৌছে দেখি দিগন্ত বিস্তৃত জলের বিস্তার !
তোমাকে কিভাবে ছুঁয়ে দেখবো, কতটা
গভীরে লুকিয়ে রেখেছো ফাগুনের ক্ষত-
এই ভেবে এসেছি আমরা জলের কিনারে।
তুমি অবলীলা ক্রমে নেমে গেছো জলে,
পারে বসে আমি দেখছি জলের দহন,
রৌদ্র তাপে গলে যাচ্ছে আকাশের নীল...
কাঁপছে তোমার প্রতিবিম্ব , ভেঙ্গে যাচ্ছে
ভেসে যাচ্ছে দূরে , বেজে যাচ্ছে শীতকার ধ্বনি !
অস্তরাগে পুড়ে যাচ্ছে আমার সমগ্র...
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
কবিঃ ব্রজকুমার সরকার
সেদিন দুপুরে আমরা জলের কাছে গেছি,
দেখেছি জলের শরীর, তীব্র রোদে পুড়ে
যাচ্ছে জল, আমরাও পুড়ছি তেমনি।
সারাদিন ঘুরেছি আমরা দু’জন এই জীর্ণ
শহরের অলি গলি; অবশেষে এই প্রান্তভুমে
পৌছে দেখি দিগন্ত বিস্তৃত জলের বিস্তার !
তোমাকে কিভাবে ছুঁয়ে দেখবো, কতটা
গভীরে লুকিয়ে রেখেছো ফাগুনের ক্ষত-
এই ভেবে এসেছি আমরা জলের কিনারে।
তুমি অবলীলা ক্রমে নেমে গেছো জলে,
পারে বসে আমি দেখছি জলের দহন,
রৌদ্র তাপে গলে যাচ্ছে আকাশের নীল...
কাঁপছে তোমার প্রতিবিম্ব , ভেঙ্গে যাচ্ছে
ভেসে যাচ্ছে দূরে , বেজে যাচ্ছে শীতকার ধ্বনি !
অস্তরাগে পুড়ে যাচ্ছে আমার সমগ্র...
জলের দহন |
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু