কার জন্য আপনি
এতো রাত
জেগে থাকেন?
ভেবেছেন কি রাত
জাগলেই আপনি
তাকে পাবেন?
ভাবছেন কি মন
পাওয়া এতোটাই
ইজি?
ডিজিটাল যুগ মনটা
ফেসবুকেই থাকে
বিজি।
জানেন না চিঠি
লিখার দিনটা
এখন শেষ?
আপনিতো দেখছি এনালগেই
রয়ে গেছেন
বেশ!
ফেলে আসেন খাতা-কলম, চলেন
পার্কে যাই
রেস্টরেন্টে ঢুকে পড়েন
পিৎজা চাইনিজ
খাই।
হলো আমার আক্কেল
গুড়ুম কবিতা
কি বলে?
এযুগেও আমার এনালগি
মন, কবিতা
ডিজিটালে!
আজাদ বাঙ্গালীর কবিতামালা |
কত সময় কাটিয়েছি
কৃষ্ণচূড়ার তলে
লম্প ঝম্প ছুটোছুটি
দামাল কিশোর দলে।
হারিয়ে গেছে কৈশর
এখন
পিষ্ঠ ব্যস্ত চাকার
তলে
বুক ভেসে যায়
চোখের জলে
স্মৃতি মনে হলে।
সাগর তার বুক
চিরে
বলতে পারেকি কখন?
তার বুকে যে
লুকায়িত
আকাশ ছোয়ার স্বপন।
তাইতো সে বারে
বারে
উপছে ছুড়ে ঢেউ,
অধম্য তার এইযে
ছোড়া
বুজেছি কেউ?
আবার আকাশ স্বপ্ন
দেখে
সাগর ছুতে হবে
তাইতো তার বুক
চিরে জল
সাগর জলে ফেলে।
এভাবেই দুয়ের স্বপ্ন
পুরণ
স্বপ্নের মেলামেশায়
একটুখানি তৃপ্তি পায়
আপন চাওয়া-পাওয়ায়।
অন্তরে দ্বীপ
দ্বীপ জেলা ভোলা
নাম
অন্তরে বরিশাল
খাল-নদী ছড়িয়ে
আছে
মনে হবে জাকিজাল।
ভোলাইয়া বলে কেউ
কেউ বরিশাইল্যা
খামাকাই তর্ক বাঁধে
কিছু না জাইন্যা
ভুলে যায় কীতির্মানের
কথা
সপ্তবীরের এক নাম
বীরশ্রেষ্ঠ উপাধিতে
ভূষিত মোস্তফা কামাল।
গুণি কবি কম
নয়
আমাদের মোজাম্মল হক
এক নামে পরিচিত
বাংলা সাহিত্যে অবদান।
সাগরের কোল ঘেষে
আমার মাতৃ দ্বীপটি
সবুজের মাঝে গড়া
গাঙচিলের ঝাপটি।
বঝেছেন সেজন
সেরা মনে গড়া
অস্কারে সেরা নাম
আমার মনপুরা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু