জপ অনুচ্চ স্বরে |
আজিম আকাশ
জপ মনে মনে, ভবে অনুচ্চ স্বরে,
সৃজিলেন যিনি তাহারই তরে।
ভুল জাগতিক তোমার দুঃখ-বেদনা,
জগতের সুখের তরে বৃথা কেঁদোনা।
অনন্ত সুখ খুঁজবে তোমায় করলে পুণ্য;
বিফলে যাবে সবি, নেকির ভাগ হলে শূন্য।
হেলায় কাটিও না তাই ক্ষণস্থায়ী জীবন;
সময় ফুরিয়ে গেলে হবে নির্ঘাত মরণ।
জীবন যুঝায় লিপ্ত তুমি জঠরের জ্বালায়;
পুণ্যের সঞ্চয় নেই ভবে, কাটিয়ে হেলায়।
গুপ্ত পাপে সদাই তুমি প্রাণহীন জীবন্মৃত;
অমরত্বের কাজে ব্রত হলে হবে সমাদৃত।
কু-রিপুকে বাঁধ তুমি লোহার জিঞ্জিরে;
অযথা রেখো না মন, বন্দি পিঞ্জিরে।
টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু