শীতের স্বপ্ন – আর্তুর র্যাঁবো |
শীতে আমরা গোলাপি রঙের নীল গদির
ছোট্ট ঘোড়াগাড়িতে করে বেড়াতে যাব।
ভালো লাগবে আমাদের। উন্মাদ চুমুর ঝাঁক
অপেক্ষা করছে আমাদের কোণে।
কিছু দেখবে না বলে চোখ বন্ধ করে
থাকবে তুমি,
কাচের ভিতর দিয়ে
ভেংচি কাটবে সন্ধ্যার ছায়া,
ক্রদ্ধ গর্জন করতে থাকা ঐসব দৈত্যেরা, কালো নেকড়ে ও কালো পিশাচের
ভিড় পাশ কেটে চলে যাবে।
ভেংচি কাটবে সন্ধ্যার ছায়া,
ক্রদ্ধ গর্জন করতে থাকা ঐসব দৈত্যেরা, কালো নেকড়ে ও কালো পিশাচের
ভিড় পাশ কেটে চলে যাবে।
তারপর তুমি টের পাবে তোমার শক্ত
গালে সুড়সুড়ি লাগছে
হালকা চুমু উত্তেজিত মাকড়শার মতন
তোমার ঘাড়ে দৌড়াবে …
হালকা চুমু উত্তেজিত মাকড়শার মতন
তোমার ঘাড়ে দৌড়াবে …
আর তুমি মাথা নাড়তে নাড়তে বলবে: ‘ধর’!
তারপর আমরা প্রাণিটিকে খুঁজতে থাকব
যেটিও অনেক দূরে যাবে বেড়াতে …
তারপর আমরা প্রাণিটিকে খুঁজতে থাকব
যেটিও অনেক দূরে যাবে বেড়াতে …
অনুবাদ: ইমন জুবায়ের
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু