টোকাই জীবন |
আজিম আকাশ
এই যে যারা অধিক শীতে
কাপে যবু থবু;
তাদের তরে তোমার মনে
হয় কি দয়া কভু!
অনাহারে অর্ধাহারে
কাটে জীবন দুর্ভোগে;
কেউ কি তবু দাঁড়ায় পাশে
তাদের কঠিন দুর্যোগে।
তোমরা যখন ইটের ঘরে
থাক মহা সুখে;
হাঁড় কাপানো শীতে তখন
থাকে তাঁরা দুঃখে।
রাস্তা-ঘাটে ময়লা ঘেটে
জীবন কাটে হেলায়;
স্মৃতিগুলো পাড় হয়ে যায়
দিন বদলের পালায়।
দুঃখের মাঝে কাটে সময়
ভাগ্যে রটে না কিছু;
বস্তির মাঝে কাটে জীবন
কষ্ট ছাড়ে না পিছু।
(টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ)
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু