শিরোনাম আমাতে নিবদ্ধ হও আমাতে নিবদ্ধ হও মোকসেদুল ইসলাম আমার স্বপ্নগুলো কি তোমাকে এখনও স্পর্শ করে আগের মতো। জোছনা রাতে চাঁদের আলো গায়ে মেখে উপলব্ধির স্পর্শে ঝুল বারান্দায় ভুল চোখে এখনও কি আমায় দেখো? এখনও কি তোমার প্রহর কাটে বিলম্বিত আকাশ দেখে মাঝরাতের দুঃখগুলো করে তাড়া পাগলা ঘোড়ার মতো, তোমার মনের ভিতর এখনও কি বিষন্ন ফুল ফোটে নিঝুম হাওয়ায় একলা রাতে ভাঙা টবে। বিষাদের নীলগিরিতে এখনও কি মুখ লুকিয়ে কাঁদো একলা বসে কালের অথৈ গহ্ববরে শহুরে স্বপ্নগুলো আঁতুড় ঘরেই যায় মরে চৈত্রের খরতাপে তৃষিত ছায়ায় শরীরের ভাঁজে ভাঁজে এখনও কি কষ্টের রেখা ফুঠে ওঠে? আমাতে নিবদ্ধ হও মেয়ে মেঘ দূতদের পাঠিয়ে দিব সব দুঃখ শুষে নিতে স্নিগ্ধ ভোরে পাখি হবো, আঁচল ভরে রোদ্দুর দিব এনে। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
সব কবি , সব কবিতা