শ্যামল সোম
নারী ফুল হয়ে, ফুঁটছে হৃদয় কাননে, কাননের নানা গাছে,
আহাহা ফুলের কী বাহার ! সেই সব গাছের ফুল ছিঁড়ে এনে,
তোর কামনার আগুনে সেঁকে, জোছন ভরা আলো করা রূপে মাতাল
হওয়া গন্ধে, আকুল হয়ে; হারামী পুরুষ ! তুই প্রেমের মায়া জাল
ফেলে, রঙ্গিন স্বপ্নের জাল বুনে, ফুলের সারা শরীরে আদরের
বন্যায়, বন্য ভয়ঙ্কর তোর কঠিন পৌরুষের আঘাতে আঘাতে,
ফুলের মতন নারীর পেলব শরীর থেকে খুবলে খেলি একে একে
চোখ ঠোঁট, স্তন, নাভীমূল, মাতৃ যোনী; হায় ! পুরুষ যে দ্বারে তোর জন্ম,
ঐ খানেই তোর মরন ! জোয়ান মরোদ গায়ে গতরে খেটে মানব জমীন
চাষ করে, সাজানো তোর বাগানে শত ফুল বিকশিত কর, নইলে তুই
দোজখের আগুনে, নরকে ফুট ন্ত তেলে পুড়বি, ভয় হয় না তোর ?
ওপরওয়ালার ভয়াবহ মারে -এডসে রোগে বা পক্ষাঘাতে-পঙ্গু হয়ে বিছানায়
শুয়ে ঈ শ্বরকে হাজার ডাকলেও তিনি মুখ ফিরিয়ে থাকবেন, নারী যিনি,
সৃস্টির অধীশ্বরী ! ভগবতী যার স্তন দুগ্ধে শিশুর মরণ বাঁচন; তাঁকে ধ র্ষন
ভালোবাসা ছলনায়, জানি, খলের ছলের অভাব হয় না কখন,
নারীর সৌন্দর্য নিয়ে এক গঙ্গা লিখলি পদ্য ঐ পদ্য কবিতার ঝোলা
ঐ খালের জলে ফেলে দিয়ে; ঝরা ফুলে মালা গেঁথে দেবীর রাঙা চরণে
দিয়ে নতজানু হয়ে প্রনাম করে ক্ষমা ভি ক্ষা কর ! খামখেয়ালী পুরুষ
তুই কী হারালি, ফুলের মতন নারীর মন, বোকা হাবা, সব খোয়ালী।
এখন শুধুই আঁধার রাতে আকাশের ঐ তারাদের সাথে, বিনিদ্রায়
একা একা পাগলা তুই ফুলের সুবাসে ফুলের গান গা। " ফুলে ফুলে
দেলে দোলে " ফুল ! তোমায় আমি ভীষণ ভালোবাসি"!
ফুল ! তুমি ও এক নারী |
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু