শিরোনাম সাধ জেগেছে
সাধ জেগেছে |
আজিম আকাশ
আমার বড় সাধ জেগেছে
দীঘির জলে ভাসতে;
জোছনা রাতে ঐ আকাশে
চাঁদের মত হাসতে।
আমার বড় সাধ জেগেছে
ঘুড়ির মত উড়তে;
হাজার রঙের স্বপ্ন নিয়ে
হাওয়ার বেগে ঘুরতে।
আমার বড় সাধ জেগেছে
মেঘের ভেলায় চড়তে;
দীন-দু:খীদের নিয়ে একটি
তরুণ সমাজ গড়তে।
আমার বড় সাধ জেগেছে
কিশোর বেলায় ফিরতে;
কাঁচা হাতের কাঁচা ছোঁয়ায়
কিশোর কাব্য লিখতে।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
আমার বড় সাধ জেগেছে
দীঘির জলে ভাসতে;
জোছনা রাতে ঐ আকাশে
চাঁদের মত হাসতে।
আমার বড় সাধ জেগেছে
ঘুড়ির মত উড়তে;
হাজার রঙের স্বপ্ন নিয়ে
হাওয়ার বেগে ঘুরতে।
আমার বড় সাধ জেগেছে
মেঘের ভেলায় চড়তে;
দীন-দু:খীদের নিয়ে একটি
তরুণ সমাজ গড়তে।
আমার বড় সাধ জেগেছে
কিশোর বেলায় ফিরতে;
কাঁচা হাতের কাঁচা ছোঁয়ায়
কিশোর কাব্য লিখতে।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু