শিরোনাম দুঃখিনী মা
আজিম আকাশ
ঐ যে দূরের রতনপুর
ঐ আমাদের গাঁ;
ঐ খানেতে ঘুমিয়ে আছে
দুঃখিনী এক মা।
ঐ গাঁয়েরই ছেলে আমি
রতনপুরে বাস;
ঐ গাঁয়েতেই সুখ-দুঃখে
থাকি বারো মাস।
ঐ গাঁয়েরই মেঠো পথে
হাঁটি যখন একা;
কবর খানির কাছে এলে
বুকটা লাগে ফাঁকা।
ঐ গাঁয়েতে মায়ের স্মৃতি
বুকে মাখি আমি;
মায়ের চেয়ে এই ধরাতে
নেইতো কিছু দামি।
( টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ ; ০৩.০৯.১৪ইং )
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
আজিম আকাশ
দুঃখিনী মা |
ঐ যে দূরের রতনপুর
ঐ আমাদের গাঁ;
ঐ খানেতে ঘুমিয়ে আছে
দুঃখিনী এক মা।
ঐ গাঁয়েরই ছেলে আমি
রতনপুরে বাস;
ঐ গাঁয়েতেই সুখ-দুঃখে
থাকি বারো মাস।
ঐ গাঁয়েরই মেঠো পথে
হাঁটি যখন একা;
কবর খানির কাছে এলে
বুকটা লাগে ফাঁকা।
ঐ গাঁয়েতে মায়ের স্মৃতি
বুকে মাখি আমি;
মায়ের চেয়ে এই ধরাতে
নেইতো কিছু দামি।
( টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ ; ০৩.০৯.১৪ইং )
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু