সাহসহীনতা |
কতটা সময় আমি হা্রাচ্ছি, বসে বসে, প্রতীক্ষায় থেকে,
তুমি বদলাবে, এই আশায়!
কখনো নিশ্চিত হতে পারিনা,
বদলানো কার বেশী প্রয়োজন,
তোমার, না আমার!
চিরকাল ভেবে এসেছি,
স্থাণুবৎ বসে থাকা,
কোন সিদ্ধান্ত না নেয়াও বুঝি
একটা সিদ্ধান্তেরই মতন।
এখন আমি ভাবছি,
এটা কি শক্তি্র অভাবে,
নাকি সাহসের, যে আমি
সেসব যন্ত্রনা মেনে নিতে
পারবোনা, যেসব আসবেই,
যদি আমি এখনই এগোতে চাই?
ইস! যদি জানতাম!
আসলেই কি এটা আমার চাওয়া ছিলো,
নাকি এ চাওয়ার কারণ,
কেবলই আমার সাহসহীনতা?
মূলঃ Linda Engwall
অনুবাদঃ খায়রুল আহসান
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু