ঈদের খুশি
আজিম আকাশ
আজি হর্ষে ঈদ এলো বুঝি ধরায় আমরণ
কে আছো তাকে করিবে খুশিতে বরণ;
সন্ধ্যাকাশে উঁকি মারা বাঁকা চাঁদের
হাসিতে জাগোক হৃদয়ে নব শিহরণ।
ফুল-ফল, নদী-নালা, পথ-ঘাট
যা কিছু প্রকৃতির আজি দৃশ্যমান;
যেন কোন বরেণ্য কবির কবিতায়
সবি জাগতিক ধারায় চলমান।
কত গুঞ্জন- কত বর্ণাঢ্য ঈদ আয়োজন
কত স্বপ্নেরা সঞ্চায়িত ঈদের খুশিতে;
কত প্রতিক্ষার পর-কত বাঁধ ভাঙ্গা উচ্ছাসে
তুমি এলে এই ধরায় স্বর্ণালী প্রভাতে।
দখিণা সমিরণ দোলা দিয়ে যায়-
তোমার শুভাগমনে আন্দোলিত মনে;
দূর হোক সব মনোবিকার, হিংসা-বিদ্বেষ
বুকের পাঁজরে ঈদ গাহে এই শুভ ক্ষণে।
এসো প্রগতির ছোয়ায় ডিজিটালরূপে
এই বাংলায় নব আয়োজনে-নব উচ্ছাসে;
এসো ফিরনি-পায়েশ- সেমাই নিয়ে
রমনীর ডাইনিং টেবিলে-বিপুল উল্লাসে।
এসো আনন্দের নির্মল বার্তা হাতে নিয়ে
কিশোর-কিশোরীর স্বপ্নকে আলোকিত করে;
এসো সকলের চলমান দুঃখ ঘোচাতে
হৃদয়কুঞ্জবনে আপামর বাংলায় ক্ষণতরে।
আজি হর্ষে ঈদ এলো বুঝি ধরায় আমরণ
কে আছো তাকে করিবে খুশিতে বরণ।
ঈদ
আজিম আকাশ
দু’টি শব্দের একটি বারতা
বছর ঘুরে আসে,
দু:খ-বেদনা ভুলে সবাই
খুশির জোয়ারে ভাসে।
কত সংযমের পর, কত ত্যাগ-
কত ভোগ-বিলাস দূরীভূত করে,
তিরিশ সিয়াম পালনের পর
তুমি এলে তবে, মোমিনের ঘরে।
কাস্তের মত বাঁকা চাঁদের হাসি
মায়ের মতই কত না মধুর,
বিপুল উল্লাসে, অধির আগ্রহে
চেয়ে থাকি ঐ আকাশ সুদূর।
আজি কাঁধে কাঁধে মিলিয়ে
বুকের পাঁজরে জড়িয়ে,
ভুলে যাই সব হিংসা-বিদ্বেষ-
আতর-খুশবো ছড়িয়ে।
দূর কর সব মনোবিকার
দু:খ-গ্লানি ফেলে পশ্চাতে,
ঈদের খুশি থাক না অটুট
চিরকাল তোমাতে-আমাতে।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
ঈদ নিয়ে আজিম আকাশ এর দুটি কবিতা |
আজিম আকাশ
আজি হর্ষে ঈদ এলো বুঝি ধরায় আমরণ
কে আছো তাকে করিবে খুশিতে বরণ;
সন্ধ্যাকাশে উঁকি মারা বাঁকা চাঁদের
হাসিতে জাগোক হৃদয়ে নব শিহরণ।
ফুল-ফল, নদী-নালা, পথ-ঘাট
যা কিছু প্রকৃতির আজি দৃশ্যমান;
যেন কোন বরেণ্য কবির কবিতায়
সবি জাগতিক ধারায় চলমান।
কত গুঞ্জন- কত বর্ণাঢ্য ঈদ আয়োজন
কত স্বপ্নেরা সঞ্চায়িত ঈদের খুশিতে;
কত প্রতিক্ষার পর-কত বাঁধ ভাঙ্গা উচ্ছাসে
তুমি এলে এই ধরায় স্বর্ণালী প্রভাতে।
দখিণা সমিরণ দোলা দিয়ে যায়-
তোমার শুভাগমনে আন্দোলিত মনে;
দূর হোক সব মনোবিকার, হিংসা-বিদ্বেষ
বুকের পাঁজরে ঈদ গাহে এই শুভ ক্ষণে।
এসো প্রগতির ছোয়ায় ডিজিটালরূপে
এই বাংলায় নব আয়োজনে-নব উচ্ছাসে;
এসো ফিরনি-পায়েশ- সেমাই নিয়ে
রমনীর ডাইনিং টেবিলে-বিপুল উল্লাসে।
এসো আনন্দের নির্মল বার্তা হাতে নিয়ে
কিশোর-কিশোরীর স্বপ্নকে আলোকিত করে;
এসো সকলের চলমান দুঃখ ঘোচাতে
হৃদয়কুঞ্জবনে আপামর বাংলায় ক্ষণতরে।
আজি হর্ষে ঈদ এলো বুঝি ধরায় আমরণ
কে আছো তাকে করিবে খুশিতে বরণ।
ঈদ
আজিম আকাশ
দু’টি শব্দের একটি বারতা
বছর ঘুরে আসে,
দু:খ-বেদনা ভুলে সবাই
খুশির জোয়ারে ভাসে।
কত সংযমের পর, কত ত্যাগ-
কত ভোগ-বিলাস দূরীভূত করে,
তিরিশ সিয়াম পালনের পর
তুমি এলে তবে, মোমিনের ঘরে।
কাস্তের মত বাঁকা চাঁদের হাসি
মায়ের মতই কত না মধুর,
বিপুল উল্লাসে, অধির আগ্রহে
চেয়ে থাকি ঐ আকাশ সুদূর।
আজি কাঁধে কাঁধে মিলিয়ে
বুকের পাঁজরে জড়িয়ে,
ভুলে যাই সব হিংসা-বিদ্বেষ-
আতর-খুশবো ছড়িয়ে।
দূর কর সব মনোবিকার
দু:খ-গ্লানি ফেলে পশ্চাতে,
ঈদের খুশি থাক না অটুট
চিরকাল তোমাতে-আমাতে।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু