তুমি আসবে |
কবি - শাহরুখ কবীর
দূর- বহুদূর হ্রদের উপর দিয়ে উড়ে আসা নীল প্রজাপতিটা
তার রঙ- বেরঙের ডানায় করে বয়ে এসেছিল সুখবর-
তুমি আসবে ।
তারপর !
তারপর তুমি আসবে- আসবে করে কেটে গেছে কত ফাল্গুন,
কত বসন্ত;
তবুও মিললোনা তোমার দেখা।
আজ দ্যাখো-
রক্ত পলাশটা সব রক্ত ঝরিয়ে রিক্ত- শুন্য;
এখন সাদা ফুল ঝরে ওটায় ।
কত শীত পার হয়ে বসন্ত এল-
বৃক্ষসব নতুন পোশাক বানিয়ে রেখেছে সেই কবে!
পরা কিছুই হলনা তাদের ।
বরষার কান্নাগুলো সব জমে আছে হিমালয়ের চূড়ায়
পাহাড়ের সাথে তাদের প্রেম বুঝি এ জীবনে আর হলোনা !
নীলাম্বরীটার গর্জনে এখন নেই সফেদ ফেনা-
সেখানে আজ শুধুই ধু-ধু লবন !
সাদা লবণগুলো নীল জল শুষে হারিয়েছে তাদের স্ববর্ণ ।
আর আমি-
এইত চলে যাচ্ছে দিব্যি !
বহুদিনের আকাটা দাঁড়ি- গোঁফে পয়সা বেঁচে যাচ্ছে বেশ।
বাঁচানো পয়সায় নিকোটিনের মজা লুটছি চরম আহ্লাদ- হর্ষে ।
তবে খানিকটা দুঃখ কি জানো-
কার্বন প্রলেপ জমে তোমার আগমনী চিরকুটটা কালচে- মলিন হয়ে গেছে অর্ধেকখানা।
তবে পাঠাও না আ’রেকটি নতুন গান- পাখির কবিতা,
বেঁচে থাকি আরও কিছু আশায়-
তুমি আসবে... তুমি আসবে... তুমি আসবে...
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
তার রঙ- বেরঙের ডানায় করে বয়ে এসেছিল সুখবর-
তুমি আসবে ।
তারপর !
তারপর তুমি আসবে- আসবে করে কেটে গেছে কত ফাল্গুন,
কত বসন্ত;
তবুও মিললোনা তোমার দেখা।
আজ দ্যাখো-
রক্ত পলাশটা সব রক্ত ঝরিয়ে রিক্ত- শুন্য;
এখন সাদা ফুল ঝরে ওটায় ।
কত শীত পার হয়ে বসন্ত এল-
বৃক্ষসব নতুন পোশাক বানিয়ে রেখেছে সেই কবে!
পরা কিছুই হলনা তাদের ।
বরষার কান্নাগুলো সব জমে আছে হিমালয়ের চূড়ায়
পাহাড়ের সাথে তাদের প্রেম বুঝি এ জীবনে আর হলোনা !
নীলাম্বরীটার গর্জনে এখন নেই সফেদ ফেনা-
সেখানে আজ শুধুই ধু-ধু লবন !
সাদা লবণগুলো নীল জল শুষে হারিয়েছে তাদের স্ববর্ণ ।
আর আমি-
এইত চলে যাচ্ছে দিব্যি !
বহুদিনের আকাটা দাঁড়ি- গোঁফে পয়সা বেঁচে যাচ্ছে বেশ।
বাঁচানো পয়সায় নিকোটিনের মজা লুটছি চরম আহ্লাদ- হর্ষে ।
তবে খানিকটা দুঃখ কি জানো-
কার্বন প্রলেপ জমে তোমার আগমনী চিরকুটটা কালচে- মলিন হয়ে গেছে অর্ধেকখানা।
তবে পাঠাও না আ’রেকটি নতুন গান- পাখির কবিতা,
বেঁচে থাকি আরও কিছু আশায়-
তুমি আসবে... তুমি আসবে... তুমি আসবে...
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু