শিরোনাম টাপুর টুপুর বৃষ্টি
কবি-আজিম আকাশ
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
ঘরের চালে যখন,
হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁতে
মধুর লাগে তখন।
দুয়ার খুলে সুদূর পানে
ছড়ায় যখন আঁখি,
স্মৃতির পাতায় দিনের ছবি
বন্দি করে রাখি।
বাদল দিনে ঘরে বসে
থাকতে ভাল লাগে,
সপ্ত রঙের স্বপ্নগুলো
মনের মাঝে জাগে।
সূর্যটাকে যায় না দেখা
এমন মধুর বেলায়,
সময়গুলো পার হয়ে যায়
এমন করে হেলায়।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
টাপুর টুপুর বৃষ্টি |
কবি-আজিম আকাশ
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
ঘরের চালে যখন,
হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁতে
মধুর লাগে তখন।
দুয়ার খুলে সুদূর পানে
ছড়ায় যখন আঁখি,
স্মৃতির পাতায় দিনের ছবি
বন্দি করে রাখি।
বাদল দিনে ঘরে বসে
থাকতে ভাল লাগে,
সপ্ত রঙের স্বপ্নগুলো
মনের মাঝে জাগে।
সূর্যটাকে যায় না দেখা
এমন মধুর বেলায়,
সময়গুলো পার হয়ে যায়
এমন করে হেলায়।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু