শিরোনাম - সভ্যতার অন্তরালে
কবি - মোকসেদুল ইসলাম
ডাস্টবিনে ছুঁড়ে ফেলা নাগরিক স্মৃতি এখন প্রদর্শিত হয় তোমাদের নগরে,
স্বপ্নচুম্বনে বারুদের ধোঁয়ায় ঢেকে যাওয়া লাশের ছবি শোভা পায় বসার ঘরে,
তারপরেও তোমরা সভ্যতার মুখোশ পরে বল আমরাই সভ্য।
অষ্টাদশী নারীর মাংসল বুকে গেঁথে রাখা স্বপ্ন দেখে তোমাদের ঘুম ভাঙ্গে,
সময়ের খাদে সৎকারহীন শিশু ডাস্টবিনে টোঁয়া টোঁয়া শব্দে কেঁদে ওঠে,
ক্ষমতার দাপট দেখিয়ে বল বেজন্মা এ শিশুর বেঁচে থাকার অধিকার নেই,
তারপরেও নিজেকে সভ্য বলে দাবী করো।
সিঁথির সিঁদুর, চওড়া লাল-পেড়ে শাড়ি পরা গ্রাম্য মেয়ের ভান ধরে তোমরা,
একদিনের বাঙ্গালী সাজো ইলিশের মাথা খেয়ে,
অথচ তোমরা জানোই না শুধুই কাচা মরিচ দিয়ে পান্তা খাওয়া গ্রাম্য মেয়ের,
অনন্য শৈল্পিক পদস্পর্শে অনুর্বর ভূমি উর্বর হয়ে ওঠে।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
সভ্যতার অন্তরালে |
কবি - মোকসেদুল ইসলাম
ডাস্টবিনে ছুঁড়ে ফেলা নাগরিক স্মৃতি এখন প্রদর্শিত হয় তোমাদের নগরে,
স্বপ্নচুম্বনে বারুদের ধোঁয়ায় ঢেকে যাওয়া লাশের ছবি শোভা পায় বসার ঘরে,
তারপরেও তোমরা সভ্যতার মুখোশ পরে বল আমরাই সভ্য।
অষ্টাদশী নারীর মাংসল বুকে গেঁথে রাখা স্বপ্ন দেখে তোমাদের ঘুম ভাঙ্গে,
সময়ের খাদে সৎকারহীন শিশু ডাস্টবিনে টোঁয়া টোঁয়া শব্দে কেঁদে ওঠে,
ক্ষমতার দাপট দেখিয়ে বল বেজন্মা এ শিশুর বেঁচে থাকার অধিকার নেই,
তারপরেও নিজেকে সভ্য বলে দাবী করো।
সিঁথির সিঁদুর, চওড়া লাল-পেড়ে শাড়ি পরা গ্রাম্য মেয়ের ভান ধরে তোমরা,
একদিনের বাঙ্গালী সাজো ইলিশের মাথা খেয়ে,
অথচ তোমরা জানোই না শুধুই কাচা মরিচ দিয়ে পান্তা খাওয়া গ্রাম্য মেয়ের,
অনন্য শৈল্পিক পদস্পর্শে অনুর্বর ভূমি উর্বর হয়ে ওঠে।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু