শিরোনাম - আবার ভাব হয়েছে আজ
কবি - শ্যামল সোম
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
আবার ভাব হয়েছে আজ |
কবি - শ্যামল সোম
সেদিনের সেই থমকে থাকা মুহূর্তেই
তোমার সঙ্গে আমার হলো অনেক
বোঝা পড়া তারপরই আড়ি।
কাজে নেইকো মন,
হঠাৎ ছেড়ে বাড়ী,
আনমনে সেদিন ভোরে
একা একাই বেড়িয়ে পড়ি।
পায়ে পায়ে--ফাঁকা পথে-
হেঁটে হেঁটে, নদী পেড়িয়ে
পৌঁছে যাই শাল পিয়ালের বনে,
ফলশা রঙের ফুল ফুঁটেছে,
ডাকছে দোয়েল,
উড়ছে কত রঙের
নকশা কাটা রঙিন প্রজাপতি।
ফুরিয়ে এলো বেলা,
পাতার আড়ালে রাঙা আলো
খেলে লুকোচুরি খেলা।
পেড়িয়ে এলেম বন এখন
অবসন্ন মন, কী আশ্চর্য
সামনে যে এক নদী--দৌড়ে
নদীর কাছে যাই,
নদীর পাড়ে পা ছ ড়িয়ে বসি।
অনেক দূরে স্বপ্নের ময়ূরপংখী ভাসে,
দলছুট একা পারিযায়ী পাখী
ওড়ে ঐ নীল আকাশে,
বাতাসে সুগন্ধ ভেসে আসে,
জলকন্যাকে দেখি সাঁতরিয়ে চলে,
নদীর সবুজ জলে।
অমোক টানে নেমে এসেছি জলে--
ডুব দিয়ে খুঁজি তাকে ,
নাগালে পেয়ে জড়িয়ে ধরে
মুখের দিকে তাকিয়ে দেখি,
ঘণ আলিঙ্গণে কাঁপছে মেয়ে
চোখের পাতা খুলে হাসে,
চুম্বনের পর মেয়ের কানের কাছে
ফিস ফিসিয়ে বলি,
তুমি জলকন্যা নও,
আমার বহূকালের কাঙ্ক্ষিত জীবন
চিরদিনের মিতা, নয়ন !
আবার হলো ভাব।
মন দুপুরে উড়ছে ঘুড়ি
উত্তরমুছুন