জন্মদাতা |
কবি - আজিম আকাশ
ভব মাঝে তব ললিত কায়া সৃজিলেন
সযতনে সৃষ্ট্রার ইশারায় যিনি;
সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদার আসনে
অধিষ্ঠিত সেইতো জন্মদাতা তিনি।
জন্মদানেই যিনি করেননি তাঁর
সকল দায়িত্বের নিষ্ফল সমাপণ;
কত কষ্ট-কত গঞ্জনা আর লাঞ্ছনা সয়ে
করেন নিয়তির কাছে আত্নসমর্পণ।
ভোগ-বিলাস ভুলে, সন্তানের তরে
জীবন যুদ্ধে করেন সংগ্রাম আমরণ;
তব মুখে ফুটাতে একটু চাঁদের হাসি
দু:খকে করেন তিনি সাদরে বরণ।
শতবার জীবন যুঝায় লিপ্ত হয় তিনি
সন্তানের শির উচু রাখার প্রত্যয়ে;
শীর্ণ কায়ায় নির্বিকারে নিঃশেষ হয়ে
তবুও স্বপ্ন বাঁধে নির্ভেজাল নির্ভয়ে।
পৃথিবীর আয়ুতে তিনি বার বার
বেঁচে থেকেও যেন জীবন্মৃত শ্মশাণ;
তবু সন্তানের কাছে বিম্বিসার এই
ধরার বুকে পায় না ততটুকু সন্মান।
এসো মোরা তবে হাতে হাত রেখে-
কাঁধে কাঁধ মিলিয়ে করি সতত পণ;
পিতার প্রতি সন্তানের অধিকার-
নির্দ্ধিধায় করবো প্রতিষ্ঠা অনুক্ষণ।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু