শিরোনাম - কথা দিচ্ছি কেউ জানবে না
কবি - মোকসেদুল ইসলাম
কথা দিচ্ছি কেউ জানবে না, কেউ দেখবে না
কাক-পক্ষীও টের পাবে না
তোমার ভালোবাসার সংবাদ।
ভালোবাসা শিখব বলেই তোমার দরজায় এসে দাঁড়িয়েছি আমি
নস্টালজিক হওয়ার আশায় নয় বাস্তববাদী হব আজ।
কেউ জানবে না অনুপুঙ্খ পাঠে পাঠে খসড়া ভালোবাসারা কি করে হৃদয়ে ঠাঁই নেয়
কেউ জানবে না এই পথে আনাড়ী কবি হেঁটেছিল প্রেমের দীক্ষা নিবে বলে
কথা দিচ্ছি কেউ দেখবে না কচুরিপানার মতো একদিন ভাসিয়ে দেব তোমায় সুখে।
কেউ বুঝবে না শুধু তুমি ছাড়া আমার নির্দোষ হৃস্পন্দনের মানে।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
![]() |
কথা দিচ্ছি কেউ জানবে না |
কবি - মোকসেদুল ইসলাম
কথা দিচ্ছি কেউ জানবে না, কেউ দেখবে না
কাক-পক্ষীও টের পাবে না
তোমার ভালোবাসার সংবাদ।
ভালোবাসা শিখব বলেই তোমার দরজায় এসে দাঁড়িয়েছি আমি
নস্টালজিক হওয়ার আশায় নয় বাস্তববাদী হব আজ।
কেউ জানবে না অনুপুঙ্খ পাঠে পাঠে খসড়া ভালোবাসারা কি করে হৃদয়ে ঠাঁই নেয়
কেউ জানবে না এই পথে আনাড়ী কবি হেঁটেছিল প্রেমের দীক্ষা নিবে বলে
কথা দিচ্ছি কেউ দেখবে না কচুরিপানার মতো একদিন ভাসিয়ে দেব তোমায় সুখে।
কেউ বুঝবে না শুধু তুমি ছাড়া আমার নির্দোষ হৃস্পন্দনের মানে।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
কেউ দেখবে না কচুরিপানার মতো একদিন ভাসিয়ে দেব তোমায় সুখে
উত্তরমুছুন