কন্যা ফেরে ঘর ( মোহাম্মদ আবদুল মান্নান ) ছবি - https://www.facebook.com/Bangladesh.Rare.Pics |
কবি - মোহাম্মদ আবদুল মান্নান
সৈয়দ শামসুল হক, শ্রেষ্ঠ কবিবর
তোমার অমর সৃষ্টি ‘কন্যা ফেরে ঘর’ ।
সেদিন সতেরোই মে কন্যা এলো ঘরে
অঝোর বর্ষণ মাঝে সিক্ত কলেবরে ।
পচাঁত্তর শোক বহ্নি বাঙ্গালির ঘরে
চিরদিন প্রজ্জলিত অন্তরে অন্তরে
ভয়াবহ সেই স্মৃতি সেই দুঃখ ব্যথা
কন্যার অন্তরে কাঁদে, কোথা পিতা মাতা ।
কোথা সেই ছোট ভাই কিশোর রাসেল
সেই শোকে কন্যাটির হৃদয় উদ্বেল ।
মেহদীর রঙ মাখা কোথা ভ্রাতৃবধূ
কামাল জামাল নাই মন কাদেঁ শুধু ।
ভরাঘর শূণ্য আজি কেউ নেই পাশে
দুই কন্যা জেগে আছে শুধু ইতিহাসে ।
তারপর দীর্ঘ দিন দীর্ঘ রাত্রি শেষে
কন্যা পুনঃ ফিরে এলো এই বাংলাদেশে ।
যেখানে মায়ের কান্না,কান্না রাসেলের
আর্ত হাহাকার ধ্বণি অনন্ত কালের
বুক মাঝে কত কষ্ট শত ব্যথা নিয়ে
কন্যা আসে নিদারূন দুঃখ শোক বয়ে ।
কন্যা কাঁদে তার সাথে কাঁদে লক্ষজন
ঢাকার আকাশ কাঁদে অশ্রান্ত বর্ষণ ।
সেদিন সবার কান্না অশ্রু একসাথে
মিশে হলো অশ্রুনদী ঢাকার রাজপথে ।
ওগো কবি, তোমার এ ‘কন্যা ফেরে ঘর’
কবিতায় অশ্রু ঝরে কাঁদে চরাচর ।।
*[ সব্যসাচী কবি সৈয়দ শামসুল হকের
‘কন্যা ফেরে ঘর’ কবিতাটি পাঠ করার পর রচিত ]
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু