শিরোনাম ভালোবাসা শুধু নয় কাছে আসা
কবি- শ্যামল সোম
ভালোবাসায় এখন আমার ভীষন ভয়, কি জানি আবার কখন কি হয়?
বার বার ভেঙে যাওয়া ভালোবাসায় -চরম হতাশায় আজ এই নিরালায়,
আমি একা নদীর কাছে বসে কত কথাই কেবলি বলি নদী সাথে-
নদী জানো - সে দিন সেই কুয়াশা ভরা খুব ভোরে শিউলি ফুল ছাওয়া
পথে নীল পরীর সাজে সে আমার বর আদরের অতসী এসে ছিল
আমার খুব কাছে মায়াময় আলোয় সে মুখ তুলে দীঘল চোেখ চেয়ে,
মৃদু গলায় বলেছিল সেই মেয়ে, "হায় ! এত - এত দিন পর আসতে হয়?
শেষে কি পথ তুমি এলে ? আজ এই সোনাঝরা ভোর বেলায় সাঁঝ সকালে।
সখা, এত বছর তুমি কোথায় ছিলে ? তুমি ছাড়া কি ভাবে বৃথা গেছে দিন--
" রাতে নিদ নাই মোর আঁখিপাতে " "সহে যাতনা" "দাঁরিয়ে আছো তুমি আমার
গানের ও পারে- আমার সুরগুলি পায় চরণ -আমি পাই নে তোমারে "
কত কত গান হলো গাওয়া - তারপর মনের যত কথা ছিলো উজাড় করে-
দিলাম তাকে, শুনলো -হেসে চলে গেল - সব গান সব কথা হারিয়ে গেলো।
আজ তাই ভীষন ভয় হয় ভালোবাসায়-আমায় একেবারে ভিখিরী করেছে ভালোবাসা ।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
ভালোবাসা শুধু নয় কাছে আসা |
কবি- শ্যামল সোম
ভালোবাসায় এখন আমার ভীষন ভয়, কি জানি আবার কখন কি হয়?
বার বার ভেঙে যাওয়া ভালোবাসায় -চরম হতাশায় আজ এই নিরালায়,
আমি একা নদীর কাছে বসে কত কথাই কেবলি বলি নদী সাথে-
নদী জানো - সে দিন সেই কুয়াশা ভরা খুব ভোরে শিউলি ফুল ছাওয়া
পথে নীল পরীর সাজে সে আমার বর আদরের অতসী এসে ছিল
আমার খুব কাছে মায়াময় আলোয় সে মুখ তুলে দীঘল চোেখ চেয়ে,
মৃদু গলায় বলেছিল সেই মেয়ে, "হায় ! এত - এত দিন পর আসতে হয়?
শেষে কি পথ তুমি এলে ? আজ এই সোনাঝরা ভোর বেলায় সাঁঝ সকালে।
সখা, এত বছর তুমি কোথায় ছিলে ? তুমি ছাড়া কি ভাবে বৃথা গেছে দিন--
" রাতে নিদ নাই মোর আঁখিপাতে " "সহে যাতনা" "দাঁরিয়ে আছো তুমি আমার
গানের ও পারে- আমার সুরগুলি পায় চরণ -আমি পাই নে তোমারে "
কত কত গান হলো গাওয়া - তারপর মনের যত কথা ছিলো উজাড় করে-
দিলাম তাকে, শুনলো -হেসে চলে গেল - সব গান সব কথা হারিয়ে গেলো।
আজ তাই ভীষন ভয় হয় ভালোবাসায়-আমায় একেবারে ভিখিরী করেছে ভালোবাসা ।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু