শিরোনাম শব্দ আলেখ্য
কবি অপূর্ব কুমার দাস
শব্দ আলেখ্য |
কবি অপূর্ব কুমার দাস
আভ্যুদয়িক শব্দ তরঙ্গ----এক সৌম্য অনুরঞ্জন
সাগরনীল উঠে আসে শব্দ রঙ-এর ছোঁয়ায়
আকাশগঙ্গা বেয়ে উঠতে থাকে স্বপ্ন
ছুঁয়ে দেয় চাঁদ বুড়ির তেপান্তর কুটির,
অক্ষর ঢেউয়ের প্রচ্ছদমুখী উষ্ণতায় কলকল শব্দ
ধাতু-প্রত্যয়ে নয়
মাপতে থাকে রৌদ্র-দৈর্ঘ্য বা স্বপ্ন-আকাশ,
পায়ে পায়ে জড়িয়ে থাকে নির্নিমেখ সৌরভ
চতুর্ভিতে উঁচিয়ে আসে সবুজ নদী থেকে উলঙ্গ শিশু
আপাত দুঃখরা লুকিয়ে পরে শব্দব্রহ্ম বুকে
কালের ভ্রান্তিবিলাসের ঘরে হাস্নুহানা ফুটিয়ে
শব্দ আলেখ্য চূড়ান্ত আপেক্ষিকতার ঘরে শীততাপ নিয়ন্ত্রিত
শূন্যভূমি ভরিয়ে তোলে আদিগন্তে ধেয়ে আসা দোয়েল প্রকাশ
আষ্টেপৃষ্ঠে রাখালিয়া শব্দপুরীর সুর,
দৃশ্যপটে ঘুরতে থাকে---সুষমা বাতাস।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
সাগরনীল উঠে আসে শব্দ রঙ-এর ছোঁয়ায়
আকাশগঙ্গা বেয়ে উঠতে থাকে স্বপ্ন
ছুঁয়ে দেয় চাঁদ বুড়ির তেপান্তর কুটির,
অক্ষর ঢেউয়ের প্রচ্ছদমুখী উষ্ণতায় কলকল শব্দ
ধাতু-প্রত্যয়ে নয়
মাপতে থাকে রৌদ্র-দৈর্ঘ্য বা স্বপ্ন-আকাশ,
পায়ে পায়ে জড়িয়ে থাকে নির্নিমেখ সৌরভ
চতুর্ভিতে উঁচিয়ে আসে সবুজ নদী থেকে উলঙ্গ শিশু
আপাত দুঃখরা লুকিয়ে পরে শব্দব্রহ্ম বুকে
কালের ভ্রান্তিবিলাসের ঘরে হাস্নুহানা ফুটিয়ে
শব্দ আলেখ্য চূড়ান্ত আপেক্ষিকতার ঘরে শীততাপ নিয়ন্ত্রিত
শূন্যভূমি ভরিয়ে তোলে আদিগন্তে ধেয়ে আসা দোয়েল প্রকাশ
আষ্টেপৃষ্ঠে রাখালিয়া শব্দপুরীর সুর,
দৃশ্যপটে ঘুরতে থাকে---সুষমা বাতাস।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু