শিরোনাম সন্ত্রাস
কবি ; শ্যামল সোম
কবি ; শ্যামল সোম
ভীত সন্ত্রস্ত আজ সবাই, বহুকাল সন্ত্রাস চারি দিকে--
গাছে গাছে আর ফোটে নাকো ফুল,
গাছে গাছে আর ফোটে নাকো ফুল,
দোয়েল, কোকিল শ্যামা, টিয়া, বউকথাকও পাখীদের ডাক আর শোনা যায় না।
আমাদের দেশ- গ্রাম- শহর ছেড়ে পাখীদের সাথে সাথে চলে গেছে
নানা রঙের রঙিন সব প্রজাপতি, জোনাকী, গুণ গুণ মৌমাছি।
এখানে এখন সর্বত্র কাকেদের ডাক, আকাশে ঊড়ছে চিল-শকুন,
শেয়ালেরা দিনে রাতে গ্রাসের লালসায় হিংস্র স্বাপ দের মত ওত পেতে আছে;
আমাদের দেশ- গ্রাম- শহর ছেড়ে পাখীদের সাথে সাথে চলে গেছে
নানা রঙের রঙিন সব প্রজাপতি, জোনাকী, গুণ গুণ মৌমাছি।
এখানে এখন সর্বত্র কাকেদের ডাক, আকাশে ঊড়ছে চিল-শকুন,
শেয়ালেরা দিনে রাতে গ্রাসের লালসায় হিংস্র স্বাপ দের মত ওত পেতে আছে;
মৃত মানুষের লাশ পড়ে আছে নদীর পাশে।
বিস্ফোরণ, মেশিন গানের আওয়াজে মন্দিরের ঘন্টা, শঙ্খ ধ্বনি ,
মসজিদের ফজরের আযান, মৌলবি সাহেবের আয়াত, মিলাপ আর শোনা যায় না;.
বিস্ফোরণ, মেশিন গানের আওয়াজে মন্দিরের ঘন্টা, শঙ্খ ধ্বনি ,
মসজিদের ফজরের আযান, মৌলবি সাহেবের আয়াত, মিলাপ আর শোনা যায় না;.
আশ্চর্য হয়ে ভাবি আজ মানুষ ঈশ্বরকে কিভাবে ভু ল গেল্?
প্রতি দিন এত গ্লাণি, এত মনুষ্যের অপমান, দীনতা , হীনতা, য্ন্ত্রণা ,
এ ভাবে সত্যি কি বাঁচা যায়? হাতে নিয়ে আমাদের এই বিষাদ, বিপন্ন জীবন।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
প্রতি দিন এত গ্লাণি, এত মনুষ্যের অপমান, দীনতা , হীনতা, য্ন্ত্রণা ,
এ ভাবে সত্যি কি বাঁচা যায়? হাতে নিয়ে আমাদের এই বিষাদ, বিপন্ন জীবন।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু