শিরোনাম - পাগলী ,যদি এই ছিল তোর মনে
কবি - শ্যামল সোম
কবি - শ্যামল সোম
পাগলী ,যদি এই ছিল তোর মনে |
পাগলী হাতছানি দিয়ে-ইশারায় আমায় আনলি কেন?
এই ভর দুপুরে নিরজনে-নিরালায় আম বাগানে বনে?
সে দিন সেই শিউলীফুল ঝরার দিনে সঁাজ-সকালে-।
ঘন বরষায়, বাহিরে অঝরে ঝরে যায়-তুই শরীরের বাঁ ধনে
এত জোরে বাঁ ধলি, এখন মরণ দোলায় দুলছে জীবন--।
সাগরের জলে,ভেজা-ঐ ঊঁকি দিচছে তোর পেলব শরীর
ঐ শরীরের পরম পরশের আশে, এই গভীর-গহণ খাদানে
আধো-আধাঁরে, ঘন শরীরের এই পথে-তুই হাত ধরে এ-
আমায় তুই কোথায় আনলি? এখানে কেউ কোথাও নেই- একা
আমায় ফেলে, তুই কোথায় হারিয়ে গেলি? পাগলী, এই পাগলী
চেয়ে দেখ এখন শব হয়ে শুয়ে আছি-অসীম হীমেল হাওয়ায়--
পাগলী দোহাই তোর, মাপ করে দে, কখনো আর খেলব না।
ফিরিয়ে দে আমায় আজ আমার কাছে-সেই ফেলে আসা আমার জীবন।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
এই ভর দুপুরে নিরজনে-নিরালায় আম বাগানে বনে?
সে দিন সেই শিউলীফুল ঝরার দিনে সঁাজ-সকালে-।
ঘন বরষায়, বাহিরে অঝরে ঝরে যায়-তুই শরীরের বাঁ ধনে
এত জোরে বাঁ ধলি, এখন মরণ দোলায় দুলছে জীবন--।
সাগরের জলে,ভেজা-ঐ ঊঁকি দিচছে তোর পেলব শরীর
ঐ শরীরের পরম পরশের আশে, এই গভীর-গহণ খাদানে
আধো-আধাঁরে, ঘন শরীরের এই পথে-তুই হাত ধরে এ-
আমায় তুই কোথায় আনলি? এখানে কেউ কোথাও নেই- একা
আমায় ফেলে, তুই কোথায় হারিয়ে গেলি? পাগলী, এই পাগলী
চেয়ে দেখ এখন শব হয়ে শুয়ে আছি-অসীম হীমেল হাওয়ায়--
পাগলী দোহাই তোর, মাপ করে দে, কখনো আর খেলব না।
ফিরিয়ে দে আমায় আজ আমার কাছে-সেই ফেলে আসা আমার জীবন।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু