এসো পাপের অতলে আনন্দে মাতি
|
কবি - শ্যামল সোম
আজ বর্ষ শেষে এই পানশালায়
তোমরা যুগলে এসো আজ রাতে,
বাহিরে ঝরে যাক অবিরত তুষার পাত, আর অবিরাম বৃষ্টির সাথে সাথে
নৃত্যরতা যুবতীর ঘাড়ে ঘনিয়ে আসে তপ্ত ঘন শ্বাস, সারা শরীরে আনাচে-,
ছড়ায় উষ্ণ সুখের পরশ, রঙ্গিন মায়াময় আলোয় এই সুভাষিত শত
পানশালায় স্বপ্ন এ ভেসে যাওয়ার ছলে, ছ্ন্দায়িত শরীরের তালে, তালে,
চ্ন্দ্রা লোকে মন কাড়া জ্যোৎস্নায় এসো - নাচো -ঘন আলিঙ্গণে পরীদের সাথে-
তাদের দীঘল চোখের মদীর আহ্ববানে, শিহরিত শরীর আহা কি নিটোল গড়্ন্।
শ্বেতক পোতের ন্যায় দুটি উন্মুখ স্তন, আকন্ঠ চুন্বন -সম্ভোগের তীব্র লিপ্সায়--
মন মোহিনীর আন্দলিত জঙ্ঘা,কাঁপে নাভিমূল, সাড়া রাত আনন্দে সুধাপান,
এখন -ভুত-ভবিষ্যৎ-অতীত বিলীন, এই মুহূর্ত গুলো স্বাধিন, কি সুতীব্র দহন।
লেহন করছে লোলুভ দৃস্টি, রক্তের শিরায় শিরায় খেলা করে অমোঘ টান,
উদ্দাম নৃত্যে-আনন্দের স্রোতে-ঊল্লাসে ভেসে যায় নগ্ন যৌবন, কল্পনায় শিহরণ ;
অনাহ্রাতা কুমারীর সাথে নিষিদ্ধ সাহসী সহবাস, চেয়ে দেখ খুলে গেছে উন্মুখ
বাজার-কাগজের পাতায় পাতায় রঙিন বিঙগাপন যৌন লিপ্সায়, বিবাহের ছলে, বলে কৌশলে,
সহবাসের কবলে শহর ও গ্রামে দিন প্রতি দিন ধর্ষণ, বাজারে বাজারে নানা প্রলোভনের
আয়োজ্ন- সাজের নানা উপকরন, মলে ম্যালে উচু মানের বাহারি পোষাক
রঙ্গীন স্বল্প পোষাকে এসো না, এই পান শালায় এবছরের শেষ রাতে, দামাল সময়ের-
হাতছানি-- এসো, চলে এসো এই - পানশালায়, আনন্দে মাতি, পাপে পূর্ন হোক, এই রাত।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
বাহিরে ঝরে যাক অবিরত তুষার পাত, আর অবিরাম বৃষ্টির সাথে সাথে
নৃত্যরতা যুবতীর ঘাড়ে ঘনিয়ে আসে তপ্ত ঘন শ্বাস, সারা শরীরে আনাচে-,
ছড়ায় উষ্ণ সুখের পরশ, রঙ্গিন মায়াময় আলোয় এই সুভাষিত শত
পানশালায় স্বপ্ন এ ভেসে যাওয়ার ছলে, ছ্ন্দায়িত শরীরের তালে, তালে,
চ্ন্দ্রা লোকে মন কাড়া জ্যোৎস্নায় এসো - নাচো -ঘন আলিঙ্গণে পরীদের সাথে-
তাদের দীঘল চোখের মদীর আহ্ববানে, শিহরিত শরীর আহা কি নিটোল গড়্ন্।
শ্বেতক পোতের ন্যায় দুটি উন্মুখ স্তন, আকন্ঠ চুন্বন -সম্ভোগের তীব্র লিপ্সায়--
মন মোহিনীর আন্দলিত জঙ্ঘা,কাঁপে নাভিমূল, সাড়া রাত আনন্দে সুধাপান,
এখন -ভুত-ভবিষ্যৎ-অতীত বিলীন, এই মুহূর্ত গুলো স্বাধিন, কি সুতীব্র দহন।
লেহন করছে লোলুভ দৃস্টি, রক্তের শিরায় শিরায় খেলা করে অমোঘ টান,
উদ্দাম নৃত্যে-আনন্দের স্রোতে-ঊল্লাসে ভেসে যায় নগ্ন যৌবন, কল্পনায় শিহরণ ;
অনাহ্রাতা কুমারীর সাথে নিষিদ্ধ সাহসী সহবাস, চেয়ে দেখ খুলে গেছে উন্মুখ
বাজার-কাগজের পাতায় পাতায় রঙিন বিঙগাপন যৌন লিপ্সায়, বিবাহের ছলে, বলে কৌশলে,
সহবাসের কবলে শহর ও গ্রামে দিন প্রতি দিন ধর্ষণ, বাজারে বাজারে নানা প্রলোভনের
আয়োজ্ন- সাজের নানা উপকরন, মলে ম্যালে উচু মানের বাহারি পোষাক
রঙ্গীন স্বল্প পোষাকে এসো না, এই পান শালায় এবছরের শেষ রাতে, দামাল সময়ের-
হাতছানি-- এসো, চলে এসো এই - পানশালায়, আনন্দে মাতি, পাপে পূর্ন হোক, এই রাত।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু