নগ্ন নির্জন |
কবি শ্যামল সোম
নগ্ন নির্জন দুপুরে সুদুর রামপুরের নিষিদ্ধ পল্লীর
বাড়ীওয়ালীর
একা ঘরে পড়ে পড়ে- সুমিতা কাঁদে, চোখের জলে ভেসে যায় মন।
দুপুর গড়িয়ে আসছে বিকেল-এবার উঠে -শরীর টা সাজিয়ে সেজে
উঠতে হবে, এদিকে ভয়ে আতংকে শুকিয়ে আসছে গলা -জল খায় সে;
সুমিতার মনে যায় তার মেয়েবেলা-বরানগরে ছোট দর্জির দোকান
ছিল তার বাপের, পূজোর সময় নিজে সেলাই করে নানা রঙের
বাহারি পোষাক বানাতো,সেই পোষাক পরে বাপের হাত ধরে ভাইর সাথে
ঘুরে ঘুরে দূগা ঠাকুর দেখে বেড়াত,রঙিন আলোর মায়ায় হারিয়ে যেত।
স্কু লের ফাং সনে মাতিয়ে দিত নাচ গানে, অভাবের সংসারে ছিল শান্তি,
আন্ন্দ, কিন্তু কুল ভাসিয়ে -জোয়ারের মত যৌবনের ঢল নামলো যখন শরীরে--
সর্বনাশা সৌন্দযের গরিমায়-সিনেমার নায়িকা হওয়ার চরম বাসনায় মশগুল-
স্বপ্নের ফেরিওয়ালা হয়ে এক রাজপুত্র, এল -চোখে রেখে চোখ, হাত ধরে বলে,
সুমি তোমার নায়িকা হওয়ার বাসনা আমি নিশ্চয়ই পূরন করবো", প্রতিশ্রু তি
অঙ্গিকারে ফেঁসে গিয়ে,ছাড়ে বাপের ঘর ছাড়িয়ে-এত বছরের মায়া দুপায়ে মাড়িয়ে--
এক দিন ট্রেনে চড়ে রাজ পুত্রের সাথে যায় স্বপ্ন পুরীর সেই মায়া পুরীতে,
হায় ! এ কোথায় ? এত সাগর পারের স্বপ্ন শহর নয়, এত রাম পুরের যম পুরী।
সাজানো ঘরে লাল বিছানায় রাতের রাত জেগে রাত পরী সাজে যন্ত্রনায়-আর্তনাদে
বোবা কান্নায় রাত শেষে ভোর হয়, বার বার ফিরে যাওয়ার বাসনায় দিন যায়-ফেরা কি হয়?
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
একা ঘরে পড়ে পড়ে- সুমিতা কাঁদে, চোখের জলে ভেসে যায় মন।
দুপুর গড়িয়ে আসছে বিকেল-এবার উঠে -শরীর টা সাজিয়ে সেজে
উঠতে হবে, এদিকে ভয়ে আতংকে শুকিয়ে আসছে গলা -জল খায় সে;
সুমিতার মনে যায় তার মেয়েবেলা-বরানগরে ছোট দর্জির দোকান
ছিল তার বাপের, পূজোর সময় নিজে সেলাই করে নানা রঙের
বাহারি পোষাক বানাতো,সেই পোষাক পরে বাপের হাত ধরে ভাইর সাথে
ঘুরে ঘুরে দূগা ঠাকুর দেখে বেড়াত,রঙিন আলোর মায়ায় হারিয়ে যেত।
স্কু লের ফাং সনে মাতিয়ে দিত নাচ গানে, অভাবের সংসারে ছিল শান্তি,
আন্ন্দ, কিন্তু কুল ভাসিয়ে -জোয়ারের মত যৌবনের ঢল নামলো যখন শরীরে--
সর্বনাশা সৌন্দযের গরিমায়-সিনেমার নায়িকা হওয়ার চরম বাসনায় মশগুল-
স্বপ্নের ফেরিওয়ালা হয়ে এক রাজপুত্র, এল -চোখে রেখে চোখ, হাত ধরে বলে,
সুমি তোমার নায়িকা হওয়ার বাসনা আমি নিশ্চয়ই পূরন করবো", প্রতিশ্রু তি
অঙ্গিকারে ফেঁসে গিয়ে,ছাড়ে বাপের ঘর ছাড়িয়ে-এত বছরের মায়া দুপায়ে মাড়িয়ে--
এক দিন ট্রেনে চড়ে রাজ পুত্রের সাথে যায় স্বপ্ন পুরীর সেই মায়া পুরীতে,
হায় ! এ কোথায় ? এত সাগর পারের স্বপ্ন শহর নয়, এত রাম পুরের যম পুরী।
সাজানো ঘরে লাল বিছানায় রাতের রাত জেগে রাত পরী সাজে যন্ত্রনায়-আর্তনাদে
বোবা কান্নায় রাত শেষে ভোর হয়, বার বার ফিরে যাওয়ার বাসনায় দিন যায়-ফেরা কি হয়?
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনভালো হয়েছে কবি
উত্তরমুছুন