bangla kobita ভেজাল |
কবি আজিম হোসেন আকাশ
বাংলাদেশের ভেজাল খবর
শুনেন দিয়া মন,
ভেজাল ছাড়া নেইতো কিছু
বলেন গুণীজন।
পটল-পেঁপে, বেগুন-শশা
ভেজাল সব তরকারী,
বাঁচতে হলে খেতে হবে
জানি এসব দরকারী।
গোসাই বাবুর গরুর দুধে
মেশায় বেজায় পানি,
গরুর গোশে মহিষ মেশায়
আমরা সেটা জানি।
মতি মিয়ার মন্ডা-মিঠাই
আটা-ময়দায় ভরপুর,
ভেজাল ছাড়া খেতে হলে
যেতে হবে অচিনপুর।
আবুল মিয়ার আঙুর-আপেল
দেখতে বেশ তরতাজা,
মালটা-কলা, বাঙগি-পেঁপে
লাগে খেতে বেশ মজা।
হাটে ভেজাল ঘাটে ভেজাল
ভেজাল সারা দুনিয়া,
এসো মোরা ভেজাল ঠেকাই
জারি করি হুলিয়া।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু