Alexander Pope |
কত সুখী সে যার আশা ও উদ্বেগ
ঘিরে থাকে পৈত্রিক সামান্য সীমানায়
তৃপ্ত নিশ্বাস নিতে পেরে আপন হাওয়ায়
নিজের ভূমিতে ।
যার প্রাণীরা ভরা থাকে দুধে, মাঠ ভরা অন্ন,
যার মেষের লোম পোশাক জোগায়
যার বৃক্ষরা গ্রীষ্মে নুয়ে পড়ে ছায়ায়,
শীতে আগুন জ্বালায়।
আর্শীবাদ-ধন্য, যে অনায়াসে পেয়ে যায়
সময়, দিন আর বছর, চলে যায় মৃদু পায়
স্বাস্থ্যভরা শরীর, মনপূর্ণ শান্তি
প্রশান্ত দিন,
রাতে গভীর নিদ্রা; পাঠ ও প্রশান্তি,
একাকার; মধুর বিনোদন;
আর সরলতা, সবাই খুশি হয়
ধ্যানমগ্নতায়।
এইভাবে থাকতে দাও আমাকে, অদেখা, অজানা,
এইভাবে বিলাপহীন মরতে দাও আমাকে,
নীরবে ঝ’রে যেতে পৃথিবী থেকে, কোনো পাথরকেও বলোনা
শুয়ে আছি কোথায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু