খুকিকে ফেরত দিয়ো |
কবি : শাওন কুন্ডু
ইচ্ছে হয় - হয় বৈকি - ইচ্ছের জয়ঢাক
বেজে যায় রাতদিন জলদগম্ভীর
সেই আধো-আধো বুলি - স্নেহের ডাক
শান্ত বাতাস যেন সাহসা অস্থির
আলুপোস্ত -মাছ-মুসুরীর ডাল
আমি খাইয়ে দিচ্ছি সোনা
লংকা আছে - বাব্বা বড্ড ঝাল
মাখিয়ে দিচ্ছি এবার না বলো না
মনে পড়ে - মনে পড়ে ...
দিগন্ত ব্যাপী তেড়ে আসে ঝড়ের সংকেত
কেঁপে ওঠে সম্পর্কের সাঁকো নড়বড়ে
জলাভাবে চৌচির ফসলের ক্ষেত
সন্ধে থেকে শুরু আবার কান্না .....
শুধুমাত্র দুধটুকু খেয়ে নাও সোনা
তারপর ঘুমু যাবে নীল পরিদের দেশ
ফুল-ঝর্ণা-পাখি বর্ণালি আবেশ ......
আদালত, তুমি নাকি জড় নও, দারুন সক্রিয়
কিছুই চাই না - দিও না - শুধু খুকিকে ফেরত দিয়ো ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু