শিরোনাম ফেরার
bangla kobita |
কবি অনুভব ঘটক
ঝড় উঠবে না শুধু আঁজলা ভরিয়ে হন্যেবাতাস নাও,
ঝাপটাও দুচোখে তোমার। হাঁটো দুকদম আরো
হাঁটো দুকদম।
ঝরে পড়বে না কিছু। যাবতীয় শিউলিশিশির
যাবতীয় উজ্জ্বল জয়িত্রীরং ঘাসের মুষড়ে পড়া সন্ধের
প্যারাফিন সলতেতে নোঙর ফেলেছে।
কেউ বাড়ি ফিরে এলো...
তেমনই শোবার ঘর। সেরকমই আছে খাট
পাটভাঙা চাদর বেছানো, শাদা রঙ, অনচ্ছ নীল ফুল
বালিশের ওয়াড়ের কোণে। পূবের জানলা জুড়ে
অপূর্ব নকশার কাঁচ, বোবা আলো। শিয়রের পাশে টুল,
বোতলের জল, ঢাকা স্টীলের গেলাশ।
ঝরে পড়া মানা... কেউ বাড়ি ফিরে এলো...
ঝাপটাও দুচোখে তোমার। হাঁটো দুকদম আরো
হাঁটো দুকদম।
ঝরে পড়বে না কিছু। যাবতীয় শিউলিশিশির
যাবতীয় উজ্জ্বল জয়িত্রীরং ঘাসের মুষড়ে পড়া সন্ধের
প্যারাফিন সলতেতে নোঙর ফেলেছে।
কেউ বাড়ি ফিরে এলো...
তেমনই শোবার ঘর। সেরকমই আছে খাট
পাটভাঙা চাদর বেছানো, শাদা রঙ, অনচ্ছ নীল ফুল
বালিশের ওয়াড়ের কোণে। পূবের জানলা জুড়ে
অপূর্ব নকশার কাঁচ, বোবা আলো। শিয়রের পাশে টুল,
বোতলের জল, ঢাকা স্টীলের গেলাশ।
ঝরে পড়া মানা... কেউ বাড়ি ফিরে এলো...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু