শিরোনাম ইচ্ছে পাখি
parvez sazzad M
ইচ্ছে পাখি |
গতকাল রাতে ঘরে ফিরে দেখি,
খাঁচা ভেঙ্গে উড়ে গেছে ইচ্ছে পাখি।
ইচ্ছে পাখি ,
ইচ্ছে পাখি ,
আমি এখন ইচ্ছে গুলো কোথায় রাখি !
হায়রে ,
ইচ্ছে পাখি,
আমার সুখ আমার দুঃখ এখন কাকে বলি!
রেখেছিলাম পরম যতনে বেঁধে তাকে,
ইচ্ছে গুলো করতে পুরন দিতাম কতো ঘুষ,
তোরও ইচ্ছে আছে পাইনি কখনো হুঁশ,
তাইতো চুপ করে চলে গেলি আমায় ফেলে,
হায়রে ,
ইচ্ছে পাখি।
দুনিয়া চষে পেয়েছিলাম তোকে তিব্বতের পাহাড়ে,
করেনি কখনো নালিশ,কেন তবে দিলি আমায় ফাঁকি?
হায়রে আমার
ইচ্ছে পাখি । parvez sazzad M
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু