চলৎ চলৎ চলৎ চলৎ আজিম আকাশ চলৎ চলৎ চরণ তব চপলা যখন চন্দ্রালোকে ভরে মন ঐ রূপ দর্শন; দুরু দুরু করে মন শুধু আনচান মিটে না পিয়াস তবুও কিছুতেই শত দর্শনে ঐ অনিন্দ্য চাঁদবদন। চাতক পাখির মত সুদূরে দৃষ্টি রয় তোমার চলন যেন স্মৃতির শ্মশাণ; যেন তোমার চরণ ধূলি হৃদয়ের কাঙ্খিত কোন চাতাল উঠান। চক্রবত পৃথিবীর মেঠো পথ বাঁকে বেশামাল লাগে তোমার ঠমক; চলনে তোমার কি যে কারুকাজ বিমোহিত আঁখিতে ইন্দ্রজালের মত লাগে অজানা-অচেনা চমক। চন্দ্রাংশ, চন্দ্রতাপ, কত চাঁদোয়া তোমার চরণে খায় লুটোপুটি; যেন আলতা রাঙ্গা দু’টি চরণ চিরকাল আঁধারকে পেরিয়ে কেবলই আলোর পথে ছুটোছুটি। তোমার ক্লান্তিহীন ছুটে চলা মোর হৃদয়কে করে স্বপ্নাক্রান্ত; চেয়ে দেখ একবার পিছু ফিরে কতটা ব্যাকুল হয়ে অধীর চিত্তে তব প্রেমের তৃষায় কতটা ক্লান্ত। টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ
সব কবি , সব কবিতা