সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি বিকাশ দাসের এক গুচ্ছ কবিতা সিঁড়ী এবং অন্যান্ন

আঠাশটি এনভেলাপ

শিরোনাম  আঠাশটি এনভেলাপ ক্ষ্ণণে ক্ষণে মরে যাই মরছি ইশপিশে বিগত চোদ্দটা বছর, আঠাশটি সজারু ব্যথায়। এক এক করে ভেঙ্গে চলেছি আমার-তোমাকে, ভাঙ্গছি তুমি, এক চুমো ক্ষরণে, রক্ত কোলাহলে ধস্ত সফেদ কার্পাস বিবর্ণ দর্পণে অনুকারী হ্যালোজেন প্রতিচ্ছবি, লুকোচুরি খেলে অস্পৃশ্য ভালবাসাতে । ফিলিপ মরিসের কড়া তামাকে ধোঁয়ায়, জাবর কাটে ক্লিষ্টতায় বীভৎস স্মৃতি, ফোস্কা পরা ধূসর ছাই জমিয়ে রাখি, আঠাশটি স্বাদহীন বাদামি এনভেলাপে। by রায়হান সাকিব  কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স