শিরোনাম ; Woh Kagaz Ki Kashti Wo
Barish Ka Pani Lyrics from Aaj
অনুবাদ ; সাজ্জাদ পারভেজ
এই ধন নিয়ে নাও এই ক্ষমতাও নিয়ে নাও ,
নিয়ে যেতে পারো এই যৌবন আমার যদি চাও ছিনি,
শুধু ফিরিয়ে দাও সেই কাগজের নৌকো, সেই বরষার পানি ।
পাড়ার পুরনো ঐতিহ্য নানীর মুখের রুপকথা,
সেই রুপকথার পরিদের দেশ ,
সেই বয়সী চেহারায় যুগের রেখাময় ছাপ ।
চাইলেও যা ভুলতে পারেনা কেউ,
সেই ছোট ছোট রাতের বড়ো বড়ো কাহিনী ।
কড়া রোদে ঘর থেকে না বেরুনো ,
সেই পাখীদের কলরব , প্রজাপতির ঘর ,
সেই পুতুলের বিয়ে নিয়ে খামোখা ঝগড়া ,
সেই দোলনা থেকে পড়ে যাওয়া ,ফের উঠে দাঁড়ানো ,
সেই বুনো গাছের কোমল কাঁটা ,
সেই পড়ে থাকা ভাঙা কাঁচের চুড়ি খানি,
সেই কাগজের নৌকো ,সেই বরষার পানি ।
কখনো বালির ঘর বানানো ,বানিয়ে ভেঙে দেয়া,
সেই ঋতু বদলের ছবি আমার ,
সেই নতুন খেলনার আব্দার আমার ,
না ছিল দুনিয়ার চিন্তা , না সম্পর্কের টানা পোড়েন ,
কি সুন্দরই না ছিল সেই জীবন আমার জানি,
সেই কাগজের নৌকো , সেই বরষার পানি ।
সৈয়দ শামসুল হক এর কবিতা "আমার পরিচয়" শিরোনাম আমার পরিচয় আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে , হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরশত নদী শুধায় আমাকে , কোথা থেকে তুমি এলে ? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে আমি তো এসেছি ‘ কমলার দীঘি ’ ‘ মহুয়ার পালা ’ থেকে। আমি তো এসেছি তিতুমীর আর হাজী শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে ...

http://www.bangla-kobita.com/pashabd/poem20140114085330/
উত্তরমুছুনhttp://www.bangla-kobita.com/pashabd/poem20140114085330/
উত্তরমুছুন