সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Woh Kagaz Ki Kashti Wo Barish Ka Pani Lyric translation in Bengali অনুবাদ

শিরোনাম ;   Woh Kagaz Ki Kashti Wo Barish Ka Pani Lyrics from Aaj
অনুবাদ ; সাজ্জাদ পারভেজ
এই ধন নিয়ে নাও এই ক্ষমতাও নিয়ে নাও ,
নিয়ে যেতে পারো এই যৌবন আমার যদি চাও ছিনি,
শুধু ফিরিয়ে দাও সেই কাগজের নৌকো, সেই বরষার পানি ।
পাড়ার পুরনো ঐতিহ্য নানীর মুখের রুপকথা,
সেই রুপকথার পরিদের দেশ ,
সেই বয়সী চেহারায় যুগের রেখাময় ছাপ ।
চাইলেও যা ভুলতে পারেনা কেউ,
সেই ছোট ছোট রাতের বড়ো বড়ো কাহিনী ।
কড়া রোদে ঘর থেকে না বেরুনো ,
সেই পাখীদের কলরব , প্রজাপতির ঘর ,
সেই পুতুলের বিয়ে নিয়ে খামোখা ঝগড়া ,
সেই দোলনা থেকে পড়ে যাওয়া ,ফের উঠে দাঁড়ানো ,
সেই বুনো গাছের কোমল কাঁটা ,
সেই পড়ে থাকা ভাঙা কাঁচের চুড়ি খানি,
সেই কাগজের নৌকো ,সেই বরষার পানি ।
কখনো বালির ঘর বানানো ,বানিয়ে ভেঙে দেয়া,
সেই ঋতু বদলের ছবি আমার ,
kobita.info
সেই নতুন খেলনার আব্দার আমার ,
না ছিল দুনিয়ার চিন্তা , না সম্পর্কের টানা পোড়েন ,
কি সুন্দরই না ছিল সেই জীবন আমার জানি,

সেই কাগজের নৌকো , সেই বরষার পানি । 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মতামত দিতে ভুলবেন না কিন্তু

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্যারিসের চিঠি

প্যারিসের চিঠি শিরোনাম  : প্যারিসের চিঠি   লতিফুল ইসলাম শিবলী প্রিয় আকাশি, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পয়েছি। খামের উপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা; ঠিকানা পেলে কিভাবে লেখনি; কতদিন পর ঢাকার চিঠি; তাও তোমার লেখা, ভাবতে পারো আমার অবস্থা?? গতকাল প্যারিসে ঝরেছিলো এ বছরের রেকর্ড ভাঙ্গা তুষারপাত। তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি; এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ। তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ; তুমি কষ্ট পেয়ে লিখেছো - রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগধতা ছেড়ে নিয়েছে উতকট সোডিয়ামের সজ্জা, আমাদের প্রিয় রমনা রেস্তোরা এখন কালের সাক্ষী, শীতের বইমেলা পরিণত হয়েছে মিনাবাজারে, টি এস সি'র চত্বরে যেন উপ্তপ্ত বৈরুত। বদলে যাওয়া কষ্টের অপর নাম স্বৃতি এখন তাই নিয়ে বুঝি মেতে আছো; এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদুর ইতিহাস- বালির বাধের মতন ভেসে গেল বার্লিন প্রাচীর ... ইংলিস চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন; ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে, ক্ষিদে পেলেই ছিড়ে ছিড়ে খাও, স্বাধীনতা মানেই যেন উদর পুর্তি...

সৈয়দ শামসুল হক এর কবিতা "আমার পরিচয়"

সৈয়দ শামসুল হক এর কবিতা  "আমার পরিচয়" শিরোনাম     আমার পরিচয় আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে ,   হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরশত নদী শুধায় আমাকে ,   কোথা থেকে তুমি এলে   ? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে আমি তো এসেছি   ‘ কমলার দীঘি ’ ‘ মহুয়ার পালা ’   থেকে। আমি তো এসেছি তিতুমীর আর হাজী শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে ...

কবি বিকাশ দাসের এক গুচ্ছ কবিতা সিঁড়ী এবং অন্যান্ন