সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কত দিন দেখি না

কত দিন দেখি না 
আজিম আকাশ                                                         
বাংলা কবিতা
কত দিন দেখি না

 
কত দিন দেখি না মাগো তোমার
চাঁদ মুখী মলিন মুখখানি।
গত রাতে স্বপ্নের বিভোরে দেখেছি
তোমার অলৌকিক দু’টি হাত,
যে হাতের স্নেহময়ী পরশে
শৈশবে মুখে অন্ন তুলে দিতে;
যে হাতের অনুশাসন দেখিয়েছে
বিদ্বেষহীন সত্যের শুভ্র পথ,
শিখিয়েছে অন্নের সমাপ্তিহীন ক্ষুধায়-
জীবন যুদ্ধের অভয় বাণী।

কাস্তের মত বাঁকা চাঁদের হাসি
দিয়েছে চলার পথে অনুপ্রেরণা;
দিয়েছে মৌন-মহান উদারতার শিক্ষা,
দেখিয়েছে অন্ধকারে আলোর পথ;
জেনেছি বিশ্বকে; দেখেছি অদেখা ভুবন।

পৃথিবীর সমস্ত সুখ তোমার চাঁদমুখী
অবিকল অভিনব বদনে,
পৃথিবীর সমস্ত জল তোমার
সৃজনশীল অশ্র“সজল লোচনে,
গতরাতে দেখেছি তোমার সেই
অশ্রুসিক্ত নির্ঘুম দু’টি চোখ।

আজ জীবনের প্রয়োজনে কাঙ্খিত-
কর্তব্যের টানে তোমা থেকে দূরে,
অনেক দূরে যান্ত্রিক এক নগরীতে,
যেখানে মানবতা নেই; নেই দু’দন্ড শান্তি
আশ্বাসী হৃদয়ে জাগে না স্বপ্নসুখ,
ফলে না সৃষ্টির হৃদয়ে হৈমন্তিক
স্পন্দনে প্রত্যাশিত ফসল,
শুধু থেকে থেকে নির্ঘুম চোখে
তোমারই কথা মনে পড়ে বার বার,
কত দিন দেখি না মাগো তোমার-
চাঁদমুখী মলিন মায়াবী মুখখানি।

     
( টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্যারিসের চিঠি

প্যারিসের চিঠি শিরোনাম  : প্যারিসের চিঠি   লতিফুল ইসলাম শিবলী প্রিয় আকাশি, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পয়েছি। খামের উপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা; ঠিকানা পেলে কিভাবে লেখনি; কতদিন পর ঢাকার চিঠি; তাও তোমার লেখা, ভাবতে পারো আমার অবস্থা?? গতকাল প্যারিসে ঝরেছিলো এ বছরের রেকর্ড ভাঙ্গা তুষারপাত। তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি; এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ। তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ; তুমি কষ্ট পেয়ে লিখেছো - রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগধতা ছেড়ে নিয়েছে উতকট সোডিয়ামের সজ্জা, আমাদের প্রিয় রমনা রেস্তোরা এখন কালের সাক্ষী, শীতের বইমেলা পরিণত হয়েছে মিনাবাজারে, টি এস সি'র চত্বরে যেন উপ্তপ্ত বৈরুত। বদলে যাওয়া কষ্টের অপর নাম স্বৃতি এখন তাই নিয়ে বুঝি মেতে আছো; এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদুর ইতিহাস- বালির বাধের মতন ভেসে গেল বার্লিন প্রাচীর ... ইংলিস চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন; ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে, ক্ষিদে পেলেই ছিড়ে ছিড়ে খাও, স্বাধীনতা মানেই যেন উদর পুর্তি...

সৈয়দ শামসুল হক এর কবিতা "আমার পরিচয়"

সৈয়দ শামসুল হক এর কবিতা  "আমার পরিচয়" শিরোনাম     আমার পরিচয় আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে ,   হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরশত নদী শুধায় আমাকে ,   কোথা থেকে তুমি এলে   ? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে আমি তো এসেছি   ‘ কমলার দীঘি ’ ‘ মহুয়ার পালা ’   থেকে। আমি তো এসেছি তিতুমীর আর হাজী শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে ...

কবি বিকাশ দাসের এক গুচ্ছ কবিতা সিঁড়ী এবং অন্যান্ন