সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দিশেহারা

শিরোনাম দিশেহারা
বাংলা কবিতা
দিশেহারা

                  ডা: প্রবীর আচার্য্য নয়ন

তুমি আমার কবিতা লেখার প্রেরণা হয়ে থাক
তুমি আমার গানের কথার ছন্দ হয়ে থাক
আমার গানে আমার প্রাণে কাছে দুরে সকল স্থানে
আমার চিন্তায় সারাক্ষণের সঙ্গী হয়ে থাক
আমার বাণী তোমার তরে তবু যখন কেউ তা পড়ে
মনে করে তুমি আমায় আপন করে রাখ
আমি জানি তোমার কথা কেউ কখনো বোঝেনা তা
তুমি আমি ভিন্ন কোথা ভিন্ন হবো নাক
ভাবনা আমার তোমায় ঘিরে প্রাণ পেয়েছে ধীরে ধীরে
তৃষ্ণা আমার তোমার তীরে বেঁধেছে এক সাঁকো
তোমার ছবি এ অন্তরে এঁকে রাখি যত্ন করে
তোমার মনে যেমন করে আমার ছবি আঁক
সে নাম সদাই গোপন রাখি যে নাম ধরে তোমায় ডাকি
সঙ্গোপনে আমাকে কি প্রিয় নামে ডাক
তুমি আমার গল্পে এক গল্প হয়ে থাক।
গভীর রাতের অন্ধকারে তোমার কথা স্মরণ করে
যখন জন্ম গ্রহণ করে নতুন কবিতা
দিনের আলোর পরশ পেলে প্রথম সে তার দৃষ্টি মেলে
প্রথম তোমার কানে ফেলে প্রথম শুনি তা
তুমি হাস ভালবাস শব্দ হয়ে কাছে আস
স্পর্শ হয়ে দুঃখ নাশ হে পরিচিতা
তোমায় ছাড়া দেয় না ধরা কবিতার ঝর্ণাধারা
জীবন যেন ছন্নছাড়া হে পরিণিতা
এই মিনতি তোমার কাছে তোমার মাঝে যে ধন আছে
সে ধন দিয়ে নতুন সাঁচে নতুন ভুবন গড়
অসীম আকাশ তারায় ভরা এই পৃথিবী শিলায় গড়া
নয়ন কেন দিশেহারা এত কথার পরও।
 কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্যারিসের চিঠি

প্যারিসের চিঠি শিরোনাম  : প্যারিসের চিঠি   লতিফুল ইসলাম শিবলী প্রিয় আকাশি, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পয়েছি। খামের উপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা; ঠিকানা পেলে কিভাবে লেখনি; কতদিন পর ঢাকার চিঠি; তাও তোমার লেখা, ভাবতে পারো আমার অবস্থা?? গতকাল প্যারিসে ঝরেছিলো এ বছরের রেকর্ড ভাঙ্গা তুষারপাত। তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি; এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ। তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ; তুমি কষ্ট পেয়ে লিখেছো - রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগধতা ছেড়ে নিয়েছে উতকট সোডিয়ামের সজ্জা, আমাদের প্রিয় রমনা রেস্তোরা এখন কালের সাক্ষী, শীতের বইমেলা পরিণত হয়েছে মিনাবাজারে, টি এস সি'র চত্বরে যেন উপ্তপ্ত বৈরুত। বদলে যাওয়া কষ্টের অপর নাম স্বৃতি এখন তাই নিয়ে বুঝি মেতে আছো; এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদুর ইতিহাস- বালির বাধের মতন ভেসে গেল বার্লিন প্রাচীর ... ইংলিস চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন; ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে, ক্ষিদে পেলেই ছিড়ে ছিড়ে খাও, স্বাধীনতা মানেই যেন উদর পুর্তি...

সৈয়দ শামসুল হক এর কবিতা "আমার পরিচয়"

সৈয়দ শামসুল হক এর কবিতা  "আমার পরিচয়" শিরোনাম     আমার পরিচয় আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে ,   হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরশত নদী শুধায় আমাকে ,   কোথা থেকে তুমি এলে   ? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে আমি তো এসেছি   ‘ কমলার দীঘি ’ ‘ মহুয়ার পালা ’   থেকে। আমি তো এসেছি তিতুমীর আর হাজী শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে ...

কবি বিকাশ দাসের এক গুচ্ছ কবিতা সিঁড়ী এবং অন্যান্ন