অন্তকালে অন্তশয্যা |
কবি - আজিম হোসেন আকাশ
আমার অন্তকালে অন্তশয্যা
দিও তোমরা বিছিয়ে;
চার বেহারায় উঠব আমি
দিও আতর খুশবো ছিটিয়ে।
অন্তযাত্রায় ফেল না আর
মিছে শুধু নোনাজল;
আসব না আর ফিরে কভু
বৃথাই যাবে আঁখিজল।
অন্তসাজে যাবো আমি
সাদা কাফন জড়িয়ে;
অশ্র মুছে দাওগো বিদায়
অন্তর্দহন নিভিয়ে।
অন্তদর্শন দেখবে তোমরা
শোকাহত হৃদয়ে;
দেখবে না আর আমায় কভু
দুই দিনের এই ভুবনে।
অন্ত নিদ্রায় নিদ্রা যাব
অন্ধকার এক কুটিরে;
কেউ রবে না এই ধরাতে
সময় যখন ফুরাবে।
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ! নিচে দেখুন কমেন্ট বক্স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিতে ভুলবেন না কিন্তু